বর্ণবৈষম্যের কারণে ভারতীয় বংশোদ্ভুত মহিলাকে যৌন নির্যাতন ব্রিটেনে
জানা গিয়েছে, ওয়ালসালের পার্ক হল এলাকার রাস্তায় গত শনিবার, স্থানীয় সময়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, সেই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন।
Truth Of Bengal: ফের ব্রিটেনে বর্ণবৈষম্যের কারণে নির্যাতনের শিকার এক ভারতীয়। ঘটনাটি কী? ওয়েস্ট মিডল্যান্ডসে যৌন হেনস্থা এক ভারতীয় তরুণীর সঙ্গে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুধু তাই নয়, গোটা দেশে বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে এবং প্রশ্ন উঠতে শুরু করেছে ব্রিটেনে নারী নিরাপত্তা নিয়ে। পাশাপাশি, প্রশ্ন উঠতে শুরু করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও।
জানা গিয়েছে, ওয়ালসালের পার্ক হল এলাকার রাস্তায় গত শনিবার, স্থানীয় সময়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, সেই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে যে সেই ভারতীয় তরুণীর উপর হামলা চালিয়ে যৌন নির্যাতন করেছিল এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। অভিযুক্ত বছর ত্রিশের এক শ্বেতাঙ্গ বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। সিসি ক্যামেরার ছবি অনুযায়ী, তার চুল ছোট এবং ঘটনার সময় গাঢ় রঙের পোশাক পড়েছিল।
ঘটনা প্রসঙ্গে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট রোনান টাইর বলেছেন, “যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে অভিযুক্তকে ধরার জন্য।” পাশাপাশি পুলিশের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে যে তখন তাকে কেউ সন্দেহজনক আচরণ করতে দেখেছিলেন কিনা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বর্ণবৈষম্যের কারণেই এমনটা ঘটেছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে যে অন্যকোনও অপরাধমূলক ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। স্থানীয়দের বক্তব্য, তরুণী পাঞ্জাবি পরিবারের। পাশাপাশি, তাঁরা এটাও দাবি করেন যে গত মাসে একইভাবে স্থানীয় এলাকায় নির্যাতনের শিকার হতে হয়েছিল এক ব্রিটিশ শিখ মহিলাকেও।






