আন্তর্জাতিক

Bangladesh Map: পাকিস্তানের জেনারেলের হাতে ম্যাপ তুলে দিলেন মহম্মদ ইউনূস!

আর তাঁর সঙ্গে দেখা করার পরই ম্যাপ তুলে দিলেন। সাক্ষাতের সময়ই 'আর্ট অব ট্রিউম্ফ' নামক একটি বই পাক জেনারেলের হাতে তুলে দেন ইউনূস।

Truth of Bengal: মহম্মদ ইউনূস একটি ম্যাপ তুলে দিলেন পাকিস্তানের জেনারেলের হাতে।  বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস তিনি আসাম সহ উত্তর-পূর্ব ভারতের একটা বিস্তির্ণ অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসাবে দেখালেন। সেই ম্যাপ তুলে দিলেন পাকিস্তানের জেনারেলের হাতে। আর এই ঘটনা ঘিরেই আবার নতুন করে শুরু দিল্লি-ঢাকা নিয়ে চর্চা। পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারপার্সন জেনারেল শামশাদ মির্জা ঢাকা সফরে গিয়েছেন। তার মবল উদ্দেশ্যই ছিল ইউনূসের সঙ্গে দেখা করার (Bangladesh Map)।

আর তাঁর সঙ্গে দেখা করার পরই ম্যাপ তুলে দিলেন। সাক্ষাতের সময়ই ‘আর্ট অব ট্রিউম্ফ’ নামক একটি বই পাক জেনারেলের হাতে তুলে দেন ইউনূস। আর সেই বইটিতেই বাংলাদেশের একটি বিকৃত ম্যাপ রয়েছে। এই ম্যাপ নিয়েই চর্চা তুঙ্গে। ২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর সেই দেশের ক্ষমতা দখল করে মহম্মদ ইউনূসের অন্তর্বতীকালীন সরকার। তারপরই আওয়ামি লিগ ও সেই দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলাও হয় অনেক (Bangladesh Map)।

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আমরা সেটাই দেখতে চাই। জনগণও চায়, দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। বাংলাদেশের নির্বাচন কবে ঘোষণা হয় সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল (Bangladesh Map)।

Related Articles