বিমানের ভাঙা টুকরো ছিটকে পড়ল রেস্তরাঁয় ! জখম প্রৌঢ়, দেখুন সেই ভিডিয়ো
Plane wreckage falls into restaurant! Elderly man seriously injured, watch the video

Truth of Bengal: গত শুক্রবার আমেরিকা দুটি মারাত্মক বিমান দুর্ঘটনার সাক্ষী হল। প্রথমটি ঘটেছিল খাস ওয়াশিংটনে, যেখানে সেনার একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমান সংঘর্ষে পড়ে। আর দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায়, যেখানে বিমানের ভাঙা টুকরো এক রেস্তরাঁয় বসে থাকা এক প্রৌঢ়ের মাথায় আঘাত করে।
New video from the plane crash in Philadelphia shows debris hitting a nearby restaurant.
At least 1 customer was hit by flying debris, causing a head injury.
pic.twitter.com/2VbfiFPEay— ビットコイン XRPGOD (@BitmexXRP) February 1, 2025
ফিলাডেলফিয়ায় ঘটে যাওয়া দুর্ঘটনায় ছ’জন যাত্রী ছিল বিমানে। বিমানটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে শুক্রবার সন্ধ্যায় রওনা দিয়েছিল মিসৌরির উদ্দেশ্যে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বিমানটি রাস্তায় পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। যার জেরে রাস্তায় দাঁড়ানো একাধিক গাড়ি এবং কয়েকটি বাড়িতেও আগুন ধরে যায়।
এই ঘটনায় পাশের রেস্তরাঁর ভিতরে বসে থাকা এক প্রৌঢ় মাথায় আঘাত পান, যখন বিমানের ভাঙা টুকরো তাঁর মাথায় আঘাত করে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই মুহূর্ত বন্দি হয় সিসি ক্যামেরায়। যা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।