রাজ্যের খবর

হাওড়ার সাঁকরাইলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন

Inauguration of Solid Waste Management Center at Sankrail, Howrah

The Truth Of Bengal: হাওড়া,দেবাশীষ গুছাইত: সাঁকরাইল এর আন্দুল গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন হলো বৃহস্পতিবার। আগামী সপ্তাহ থেকে বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহের কাজ শুরু হবে বলে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে আন্দুল পঞ্চায়েতের প্রধান তানজিলা তরফদার জানান, আগামী সপ্তাহ থেকে বাড়ি বাড়ি ঘুরে আবর্জনা সংগ্রহের কাজ শুরু করবে পঞ্চায়েত। আগামী দিনে এই প্রকল্প চালানোর জন্যে যে পরিমান অর্থের প্রয়োজন হবে তা কিভাবে যোগান দেওয়া যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রয়োজন হলে বাড়ি থেকে এবং বানিজ্যিক সংস্থা থেকেও আবর্জনা কর সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।

তবে বিষয়টি এখনো বিবেচনার স্তরে রয়েছে। কবে থেকে তা চালু করা হবে, এবং কতটা কর নেওয়া হবে তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। পঞ্চায়েত সুত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে প্রতিটি বাড়িতে দুটি করে বালতি দেওয়া হবে। যাতে বাড়িতেই পচনশীল ও অপচনশীল কঠিন বর্জ্য আলাদা করে রাখবেন গৃহস্থেরা। ব্যাটারি চালিত ছটি গাড়ির সাহায্যে আবর্জনা সংগ্রহ করে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে আসা হবে। এই কেন্দ্রের ফলে আন্দুল গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী প্রায় ২০হাজার মানুষ উপকৃত হবেন।

এই প্রসঙ্গে সাঁকরাইলের বিডিও সৈকত দে বলেন, এই ব্লকের ১৬টি পঞ্চায়েতের মধ্যে, চারিটি পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ইতিমধ্যেই চালু হয়েছে। বৃহস্পতিবার আন্দুল পঞ্চায়েতে প্রকল্প চালু হওয়ায় সংখ্যাটা বেড়ে পাঁচ হলো। আরো দুটি পঞ্চায়েতে কাজ চলছে। বাকি গুলির জন্যেও জমির খোঁজ চলছে। স্থানীয় এক বাসিন্দা জানান, এই প্রকল্পের ফলে আগের মত যত্রতত্র আবর্জনা ফেলার প্রবনতা কমবে। রাস্তার দুধারে আর জমবে না আবর্জনার পাহাড়। পথ চলতে আর নাকে রুমাল চাপা দিতে হবে না।

FREE ACCESS

Related Articles