রাজ্যের খবর

গৃহকর্ত্রীকে হাত-পা বেঁধে মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুঃসাহসিক ডাকাতি

 ৬ ভরি সোনার গহনা, নগদ ৮৪ হাজার টাকা, পিতল-কাঁসা নিয়ে প্রায় মোট ১০ লক্ষ টাকা লুট।

Truth Of Bengal: মঙ্গলবার ভোররাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সদলবলে ডাকাতি হয় এক স্থানীয় বাসিন্দার বাড়িতে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা থানার বাছরা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকার ঘটনা।

ওই সময় বাড়ির কর্তা রঞ্জিত মণ্ডল বাড়িতে ছিলেন না, বাইরে গিয়েছিলেন কাজে। তার অসুস্থ স্ত্রী একা বাড়িতে ছিলেন। আগ্নেয়াস্ত্র, শাবল নিয়ে ছয় জন দুষ্কৃতী ঘরে ঢুকে প্রথমে গৃহকর্তী অসুস্থ সন্ধ্যা মণ্ডলের হাত-পা খাটের সঙ্গে  বাঁধে, অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে, চপ্পড় মেরে আলমারি ভেঙ্গে ছয়ভরি সোনা সহ নগদ ৮৪ হাজার টাকা, পিতল-কাঁসার জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়। সবমিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার জিনিস নিয়ে গেছে দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ আক্রান্ত পরিবারের।

গৃহকর্তা রঞ্জিত মন্ডল বলেন, “আমি বাড়িতে ছিলাম না, সেই সুযোগে দুষ্কৃতীরা অসুস্থ স্ত্রীকে খাটের সঙ্গে বেঁধে রেখে ডাকাতি করেছে। এর আগেও একবার ডাকাতি হয়ে গেছে। অবিলম্বে ডাকাতদের  গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার ডাকাতি হওয়া জিনিসপত্রগুলোও পুলিশ-প্রশাসন আমাকে ফিরিয়ে দিক।”

Related Articles