চাকরি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শূন্যপদ! কীভাবে করবেন আবেদন?

তপশিলি জাতি ও উপজাতি, মহিলা, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছর ছাড় মিলবে।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর গবেষণা প্রকল্পর জন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। ১টি শূন্যপদ। ৪ নভেম্বর ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে সকাল সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত। সকাল ১১টায় রিপোর্টিং টাইম।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ইসরোর গবেষণা প্রকল্পর জন্য প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক সর্বাণী রায়ের অধীনে সাময়িক ভাবে চুক্তিভিত্তিক পদে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। যতদিন প্রকল্পর কাজ চলবে ততদিনের জন্য নিয়োগ করা হবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ডেটা সায়েন্স বা সমতুল্য বিষয় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইউজিসি/সিএসআইআর আয়োজিত গেট/নেট প্রবেশিকা পরীক্ষায় সফল হতে হবে। পাইথন/জাভা/সি++/জিআইএস পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি, মহিলা, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছর ছাড় মিলবে।

কীভাবে করবেন আবেদন

বিশ্ববিদ্যালয়ের অফিসে এসে সরাসরি নির্দিষ্ট ফরম্যাটের আবেদনপত্র সংগ্রহ করে নিতে পারেন। অথবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.jaduniv.edu.in) মারফত নির্দিষ্ট লিঙ্কে (https://www.jaduniv.edu.in/upload_files/research_data/1392050161-1.pdf) ক্লিক করলেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ইন্টারভিউয়ের সময় প্রয়োজনীয় নথিপত্রর আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি জমা দিতে হবে। ৫০ টাকা আবেদনমূল্য এসবিআইয়ের পেমেন্ট লিঙ্ক মারফত অনলাইনে জমা দিতে হবে। লেনদেনের রেফারেন্স ডিটেইলস আবেদনপত্রর সঙ্গে জমা দিতে হবে।

Related Articles