মহাকাশ গবেষণা কেন্দ্রে চলছে নিয়োগ! আবেদন করবেন কীভাবে?
১০০'র বেশি শূন্যপদে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, রেডিওগ্রাফার, অ্যাটমোস্ফেরিক সায়েন্স বা মিটিওরলজি বিশেষজ্ঞ, টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে।
Truth Of Bengal: ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ভারত তথা বিশ্বের অগ্রণী বিজ্ঞান প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। ভারতের গর্ব ইসরোতে চাকরি করার স্বপ্ন অনেকেরই থাকে। ১০০’র বেশি শূন্যপদে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, রেডিওগ্রাফার, অ্যাটমোস্ফেরিক সায়েন্স বা মিটিওরলজি বিশেষজ্ঞ, টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে।
কীভাবে করবেন আবেদন?
১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (isro.gov.in) বা (shar.gov.in) মারফত। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার পদে মাসে বেতন মিলবে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকার মধ্যে। টেকনিশিয়ান, ড্রাফটসম্যান পদে মাসে বেতন মিলবে ২১,৭০০-৬৯,১০০ টাকার মধ্যে। ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। আবেদনের সময় ৭৫০ টাকা প্রসেসিং ফি লাগবে। মহিলা, তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার সময় পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। বাকিদের ৫০০ টাকা ফেরত দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। চেন্নাইয়ের সতীশ ধবন মহাকাশ কেন্দ্রে নিযুক্ত করা হবে।






