আন্তর্জাতিক

শুল্ক বিরোধী বিজ্ঞাপনের জন্য কানাডাকে শাস্তি ট্রাম্পের, বাড়ানো হল ১০% অতিরিক্ত শুল্ক

এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে ট্রাম্পের এই ঘোষণায়।

Truth Of Bengal: কানাডাকে শাস্তি মার্কিন যুক্তরাষ্ট্রের! তাদের উপর বসানো হলো অতিরিক্ত শুল্কের কোপ। শুল্ক বিরোধী বিজ্ঞাপনে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ছবি দেওয়ার জন্য এবার তাদের দিতে হবে মাশুল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বাড়ানো হলো ক্যানাডিয়ান আমদানির উপর। ট্রুথ সোশ্যাল থেকে তিনি এই ঘোষণাটি করেন।

বিজ্ঞাপনটি প্রতারণামূলক দাবি করে ট্রাম্প লেখেন, “একমাত্র উদ্দেশ্য ছিল এই জালিয়াতির কানাডার আশা যে শুল্কের উপর তাদের মার্কিন সুপ্রিম কোর্ট উদ্ধার করবে, যা তারা বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য।” পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সক্ষম নিজেদের রক্ষা করতে ক্যানাডিয়ান শুল্কের বিরুদ্ধে।

এরপরই সেই পোস্টে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “রোনাল্ড রিগ্যান শুল্ক পছন্দ করতেন জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির উদ্দেশ্যে। কিন্তু কানাডার বক্তব্য উনি নাকি তা করেননি। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু তারা এটি চালিয়ে যেতে দিয়েছিল গত রাতে ওয়ার্ল্ড সিরিজের সময়ে, এটা জেনে যে এটি একটি প্রতারণা।” শেষে কানাডার বিরুদ্ধে বড়সড় ভুল উপস্থাপনা ও শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, “এখন যে ট্যারিফ দিচ্ছে কানাডা, তার চেয়ে ১০% বেশি বাড়াচ্ছি তাদের উপর। আপনার মনোযোগের জন্য ধন্যবাদ এই বিষয়ে।” এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে ট্রাম্পের এই ঘোষণায়। সেক্ষেত্রে সকলেরই নজর থাকবে যে এবার কোন পথে এগোয়ে বিষয়টি।

Related Articles