প্রযুক্তিফিচার

Pixel Fold: ভারতের বাজারে আসল Google Pixel 10 Pro Fold স্মার্টফোন

ভারতে Google Pixel 10 Pro Fold এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১,৭২,৯৯৯ টাকা। এটি মুনস্টোন এবং জেড।

Truth of Bengal: টেক জায়েন্ট Google ভারতের বাজারে আনল তাদের বহু প্রতীক্ষিত ফোল্ডেবল ফোন Pixel 10 Pro Fold। ‘Made by Google’ ইভেন্টে এই নয়া মডেলের স্মার্টফোন প্রকাশ করা হয়েছে। ভারতে Google Pixel 10 Pro Fold এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১,৭২,৯৯৯ টাকা। এটি মুনস্টোন এবং জেড। এই স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৪ ইঞ্চি ওএলইডি কভার স্ক্রিন এবং ৮ ইঞ্চি ওএলইডি প্রাইমারি ডিসপ্লে। এছাড়াও Google Pixel 10 Pro Fold স্মার্টফোনে রয়েছে টেনসর জি৫ প্রসেসর, টাইটান M2 চিপ, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০১৫ এমএএইচ ব্যাটারি (Pixel Fold)।

আরও পড়ুনঃ Eye Camp: জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে পুলিশ কর্মীদের সাথে নিয়ে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির থানাতে

উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Google Pixel 10 Pro Fold এর পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ- ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১০.৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০.৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (১০এক্স অপটিক্যাল জুম সহ) রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য কভার ও প্রাইমারি ডিসপ্লেতে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় জেমিনির ক্যামেরা কোচ, ফেস আনব্লার, ম্যাজিক ইরেজার সহ আরও নানা ফিচার রয়েছে।
ডুয়েল ন্যানো সিমযুক্ত গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড ফোনে ৬.৪ ইঞ্চি (১০৮০ x ২৩৬৪ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে আছে। এর প্রাইমারি ডিসপ্লে ৮ ইঞ্চি (Pixel Fold)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এতে ৩এনএম টেনসর জি৫ প্রসেসর, টাইটান M2 সিকিউরিটি চিপ ও ১৬ জিবি LPDDR5X র‌্যাম রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। গুগলের দাবি, সাত বছর পর্যন্ত স্মার্টফোনে নিয়মিত অ্যান্ড্রয়েড আপডেট মিলবে।Pixel 10 Pro Fold স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০১৫ এমএএইচ ব্যাটারি রয়েছে। Pixel 10 Pro Fold ফোনে অন্যান্য ফিচারের মধ্যে আছে ৫জি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬, এনএফসি, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও আইপি৬৮ রেটিং (Pixel Fold)।

Related Articles