প্রযুক্তিফিচার

OPPO Launch: ৭০০০mAh ব্যাটারি, ২৬ মিনিটে হাফ চার্জ! বাজারে ঝড় তুলছে এই ফোন

OPPO দাবি করেছে, মাত্র ২৬ মিনিটে ৫০% চার্জ এবং ৬০ মিনিটে ফুল চার্জ করা যাবে এর 80W SUPERVOOC চার্জারের মাধ্যমে।

Truth of Bengal: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। OPPO বাজারে নিয়ে এসেছে তাদের নতুন মডেল OPPO A6 Pro 5G, যেখানে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি, 80W SUPERVOOC ফাস্ট চার্জিং এবং সর্বোচ্চ মানের IP69 রেটিং। উচ্চ চাপের জল ও ধুলো প্রতিরোধী। পাশাপাশি রয়েছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স। হঠাৎ পড়ে গেলেও সহজে ক্ষতিগ্রস্ত হবে না (OPPO Launch)।

আরও পড়ুনঃ Raghu Dakat vs Raktabeej 2: প্রথম দু’দিনে ‘রঘু ডাকাত’এর আয় ৮২ লাখ, অঙ্কুশ-মিমিরা কত দূরে?

OPPO দাবি করেছে, মাত্র ২৬ মিনিটে ৫০% চার্জ এবং ৬০ মিনিটে ফুল চার্জ করা যাবে এর 80W SUPERVOOC চার্জারের মাধ্যমে। শুধু তাই নয়, এতে রয়েছে রিভার্স চার্জিং সাপোর্ট, অর্থাৎ অন্য ফোন বা ডিভাইসও চার্জ করা যাবে। OPPO A6 Pro 5G এর সামনে রয়েছে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে। রোদেও ডিসপ্লে স্পষ্ট দেখা যাবে। এছাড়াও রয়েছে 93% স্ক্রিন-টু-বডি রেশিও। যার অর্থ হল, পাবেন আল্ট্রা-স্লিম বেজেল-সহ প্রিমিয়াম লুক (OPPO Launch)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

ফোনটি চলবে MediaTek Dimensity 6300 চিপসেট দিয়ে, সঙ্গে রয়েছে RAM Expansion প্রযুক্তি। গেমারদের জন্য রয়েছে AI GameBoost 2.0– PUBG Mobile, Mobile Legends-এর মতো ফিচারের সুবিধা। SuperCool VC সিস্টেম (4300mm² ভেপার চেম্বার) ফিচার থাকায় গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা কমবে। 50MP প্রাইমারি ক্যামেরায় পাবেন আল্ট্রা-ক্লিয়ার শট। থাকবে AI নাইট মোড ও পোর্ট্রেট এনহান্সমেন্ট। আন্ডারওয়াটার ফটোগ্রাফি সাপোর্ট। AI Editing Tools: AI Eraser 2.0, AI Reflection Remover, AI Unblur ইত্যাদি ফিচারও রয়েছে (OPPO Launch)।

Related Articles