দেশ

ভরা প্রচারেই এমন প্রতিশ্রুতি দিলেন মোদি, যে খুশিতে পাগল তরুণী! দেখুন পুরো ভিডিও

The Truth Of Bengal: লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটপর্ব ইতিমধ্যেই শেষ হয়েছিল, সেখানে আসছে নির্বাচনী কেন্দ্র গুলিতে নিজের আধিপত্য বিস্তার করতে এককথায় মরিয়া বিজেপি। আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখেই একাধিক প্রতিশ্রুতির মধ্যেই এবার নজর কেড়েছে সাম্প্রতিক কর্নাটকের বাগলকোট থেকে করা ভরা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতিটি। যেখানে তিনি এক তরুণীকে (বয়স অজানা) বলেন যে, তিনি অবশ্যই তাঁকে চিঠি পাঠাবেন।

ঘটনাটি আসলেই খুলে বলা যাক এবার! এদিন বাগলকোট-এ প্রচার চলাকালীন জনতার ঢলে একটি মেয়েকে দেখা গিয়েছিল যাকে বহুবার জনসভায় চিৎকার করতে দেখা যায়। সঙ্গে তাঁর হাতে ছিল তাঁর নিজের হাতে আঁকা একটি ছবি। যেখানে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর মা আশীর্বাদ করছেন’ দৃশ্যটিকে ফুটিয়ে তুলেছিলেন এই শিল্পী। তারপরই সেই ছবি এবং তরুণীর দিকে চোখ পরে প্রধানমন্ত্রীর। সঙ্গে সঙ্গে সেখানে যেসমস্ত রক্ষা কর্তারা উপস্থিত ছিলেন তাঁদের বলেন যে ছবিটিকে যাতে মেয়েটির থেকে নিয়ে আসেন। সাথে তরুণীকে তিনি এও বলেন যে, সে যেন অবশ্যই ছবিটিতে তাঁর নাম ও ঠিকানা লিখে দেন। এবং ভরা মঞ্চ থেকে মেয়েটিকে প্রতিশ্রুতি দেন যে, তিনি অবশ্যই তাঁকে চিঠি পাঠাবেন। যা শোনার পর আনন্দে আত্মহারা তরুণী জনসভা থেকে প্রধানমন্ত্রী’কে প্রণাম জানান।

 

View this post on Instagram

 

A post shared by Narendra Modi (@narendramodi)

এদিনের সভা থেকে বহুবার নরেন্দ্র মোদিকে কংগ্রেস’কে কটাক্ষ করতে শোনা যায়। “কংগ্রেস এতবছর ধরে কেবল লুঠের রাজনীতি করেছে! আপনারা কি চান যে ভারতবর্ষের মতো দেশ ওই চোরদের দখলে যাক?”-মঞ্চ থেকে বলেন প্রধানমন্ত্রী। সঙ্গে তিনি আরও বলেন যে, “দীর্ঘ ৬০ বছরের রাজনীতিতে কংগ্রেসের গোটা পরিবার কেবল শোষণ করে গেছে দরিদ্রের এবং লুঠের জন্য এটিএম হিসেবে ব্যবহার করেছে কর্ণাটক’কে। অবস্থা এতটাই খারাপ এবং তাঁরা এতটাই লুঠের রাজনীতি করেছেন যে বিধায়কদের রাজ্যের উন্নতির জন্য ব্যবহার করার মতো সরকারি খাতে আর ‘খাজনা’ বাকি নেই! আর সত্যি বলতে এরকম চলতে থাকলে ওই দিন আর দূরে নেই যখন সরকারি কর্মচারীদের সরকার মাসিক বেতন দিতে অক্ষম হয়ে পরবে। আপনাদের বাচ্চারা অনাহারে মারা যাবে!”-ভরা মঞ্চ থেকে এভাষাতেই কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Related Articles