বিনোদন

একই সিরিজে প্রসেনজিৎ এবং জিৎ? ভোটের পর কলকাতায় শুরু হবে শ্যুটিং?

Prosenjit and Jeet in the same series? Shooting will begin in Kolkata after the vote?

The Truth Of Bengal : নীরজ পাণ্ডের “খাকি” কলকাতা চ্যাপ্টারের শ্যুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। তার আগে টলিউডের জন্য এই সিরিজ নিয়ে এল বড় সুখবর। শোনা যাচ্ছে নীরজ এই সিরিজের হাত ধরে ওটিটির দরবারে আসতে চলেছেন টলিউড সুপারস্টার জিৎ। বাংলা ইন্ডাস্ট্রির প্রায় সকলেই ওটিটিতে নাম লিখিয়ে ফেলেছেন।

এবার সেই তালিকায় নতুন এন্ট্রি হলেন জিৎ। তবে, চমকের এখানেই শেষ নয়। এই সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফলে খাকির হাত ধরে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন এই দুই টলিউড সুপারস্টার। খবরের সূত্র অনুযায়ী এই নিয়ে দুজনের সঙ্গেই ফাইনাল কথা হয়ে গেছে পরিচালক নীরজের। এখন শুধু আনুষ্ঠানিক সিলমোহর পড়ার অপেক্ষা।

 

Related Articles