
The Truth of Bengal: মহাদেব অনলাইন বেটিং চক্রে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে গায়কের। গড়াপেটার তদন্তে নেমে এবার তাদের প্রত্যেককে জিজ্যাসাবাদ করতদে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধো্যেই সেই আইনি জটে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা রনবীর কাপুরের। ঋষি পুত্রকে তলব করেছে ইডি। আগামী শপুক্রবার অর্থাৎ ৬ অক্টোবরই ইডির দফতরে হাজিরার নির্দেশ রনবীরকে।
এখন প্রশ ্ন অনলাইন গেমিং সূত্রে কেন রনবীরের ডাক পড়ল? প্রকাশ্যে এল সেই নতুন তথ্য। ইডি সুত্রে খবর, মহাদেব বেটিং অ্যাপকাণণ্ডে কোনও অভিযপক্ত হিসেবে নয়, বরং ওই সংশ্থার আর্থিক লেনদেন সম্পর্কে আরও .তথ্যের হদিশ পেতেই ৬ অক্টোবর রনবীরকে তলব করা হয়েছে ইডির দফতরে। রনবীর ছাড়াও ইডির স্ক্যানারে নাম রয়েছে আরও ১৫-২০ জন তারকার। রয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য।
এই বেটিং অ্যাপের নপথ্যে মূলচক্রী সৌরভ চন্দ্রকর ২০২৩ সালে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেটের সঙক্গে বিয়ে সেরেছেন। যেখানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। মূলত তারাই এবার ইডির নজরে। ইডি সূত্রে খবর, রনবার কাপুরহ হয়তে সরাসরি এই বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নন। কিন্তু তাকে জিজিযাসাবাদ চালালে মিলতে পারে কোনও চাঞ্চল্যকর তথ্য।
Free Access