বিনোদন

মা হচ্ছেন ঋতাভরী? প্রেগন্যান্ট পোস্টে তোলপাড় নেটপাড়া

Ritabhari Chakraborty

The Truth of Bengal: অভিনেত্রী ঋতাভরী নাকি অন্তঃসত্বা। এমনই পোস্ট ঘিরে হইচই নেটপাড়ায়। নেটিজেনরা ভেবেই কূল পাচ্ছেন না কিভাবে এসব হল। তবে এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি নায়িকা। তবে নেটিজেনরা এসংবাদ পেয়েছে ঋতাভরীর পোস্ট থেকে। এখন নিশ্চই কৌতূহল হচ্ছে কি পোস্ট করেছে অভিনেত্রী যার জন্য এত হইচই। অভিনেত্রী পোস্টে লিখেছেন, ”আমি আর আমার স্বামী খুব খুশি।

আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।” আর ফেসবুকে এই পোস্ট করা মাত্রই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তবে অভিনেত্রী বরাররই সম্পর্ক নিয়ে কিছু বলতে চান না। তবে কয়েকমাস আগেই রটে গিয়েছিল প্রেমিক তথাগতর সঙ্গে সম্পর্কে নাকি ভাঙন।

কিন্তু পরে এই সম্পর্ক নিয়ে পরিষ্কার কিছু না বললেও, ঋতাভরী জানিয়ে ছিলেন তাঁদের সম্পর্ক একেবারেই রয়েছে মধুর। বিয়ের কোনও ইঙ্গিত তিনি কখনও দেননি।  তবে হঠাৎ করে এমন পোস্ট কেন নায়িকার তা নিয়ে গুঞ্জন তুঙ্গে। সত্যিই কি অন্তঃসত্ত্বা? নাকি প্রোফাইল হ্যাক! কোনও নতুন ছবির প্রচার নয় তো! সবমিলিয়ে নায়িকার অন্তসত্ত্বার খবরে জোর চর্চা চলছে নেটপাড়ায়।

Related Articles