ঐশ্বর্য রাইয়ের সাথে বিচ্ছেদ চর্চার মাঝে হাত জোড় করলেন অভিষেক! কিন্তু কেন?
Abhishek joined hands with Aishwarya Rai in the process of divorce! But why?

Truth Of Bengal: বচ্চন পরিবারকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। তালিকায় অমিতাভ হোক বা অভিষেক, জয়া কিংবা তাঁদের মেয়ে শ্বেতা, কী করছে, তাঁরা কোথায় যাচ্ছে, তা যেন চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে। হ্যাঁ তবে ভুলে গেলে একদমই চলবে না বলিউডের বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইকে।
আর এরই মধ্যে ঐশ্বর্য আর অভিষেকের বিবাহবিচ্ছেদের খবর সামনে এসেছে। যদিও বচ্চন পরিবারকে এই নিয়ে এখনও পর্যন্ত একটিও রা কাটতে দেখা যায়নি। অভিষেকের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ফোটোর জন্য পাপারাজ্জিরা অভিষেককে ঘিরে ফেলেছে। আর তাতে বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে জুনিয়র বচ্চনকে।প্রায় বাধ্য হয়েই তিনি হাত জোড় করে বলে ওঠেন, ‘বাস ভাইয়া, অভি হো গয়া, ধন্যবাদ’।
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে, অভিষেক একটি নীল রঙের হুডি পড়ে আছেন আর সঙ্গে একটি বেইজ রঙের সুন্দর প্যান্ট। তাঁর চারপাশ ঘিরে ফেলায় বেশ বিরক্ত হয়েই অভিষেক পাপারাজ্জিদের বলেন দূরে থাকতে। ভিডিয়োটি সামনে আসতেই নেটিজেনদের একজন বলে ওঠেন, ‘মায়ের থেকে ট্রেনিং নিচ্ছে মনে হয়…’! দ্বিতীয়জন লেখেন, ‘সত্যি এদের সঙ্গে কী করে যে থাকে ঐশ্বর্য রাই! এত বাজে ব্যবহার এদের’।
প্রসঙ্গত, পাপারাজ্জিদের ক্যমেরাবন্দি করার ব্যাপারে বারবার বিরক্তি প্রকাশ করেছেন জয়া বচ্চনও।প্রায় ১৭ বছর অতিবাহিত হয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে। ২০০৭ সালের এপ্রিল মাসে তাঁরা গাঁটছড়া বেঁধেছিলেন। ২০১১ সালে ঐশ্বর্য জন্ম দেন ফুটফুটে একটি কন্যা সন্তান।