প্রযুক্তি

সাইবার জালিয়াতির হাত থেকে প্রবীণদের রক্ষা করতে নয়া পদক্ষেপ হোয়াটসঅ্যাপের

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার অচেনা অজানা কারোর সঙ্গে ভিডিয়ো কল করার সময় স্ক্রিনে সতর্কবার্তা ফুটে উঠবে।

Truth Of Bengal: প্রবীণ নাগরিকরা আজকাল অনেক সময়ই সাইবার জালিয়াতি ও অনলাইন ফ্রডের শিকার হন। প্রবীণ নাগরিকদের সাইবার জালিয়াতির হাত থেকে সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপে নয়া অ্যান্টি স্ক্যাম ফিচার চালু করার ঘোষণা করেছে মেটা কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার অচেনা অজানা কারোর সঙ্গে ভিডিয়ো কল করার সময় স্ক্রিনে সতর্কবার্তা ফুটে উঠবে। হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেসেঞ্জারেও অত্যাধুনিক স্ক্যাম ডিটেকশন ফিচার চালু করা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে মেটা কর্তৃপক্ষ। নয়া ফিচার চালু হলে অচেনা অজানা কেউ মেসেঞ্জারে বার্তা পাঠালে এআই স্ক্যাম রিভিউ সতর্কবার্তা পাঠাবে।

Related Articles