রাজনীতিরাজ্যের খবর

জঙ্গলমহলে সবুজ সুনামীতে ফিকে হল গেরুয়া

Panchayat Election 2023

The Truth of Bengal: চব্বিশের ভোটের আগে ধাক্কা খেল বিজেপি। জঙ্গলমহলে গেরুয়ার জারিজুরি কমার স্পষ্ট ইঙ্গিত। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পঃমেদিনীপুরের আদিবাসী মহল্লায় উড়ল সবুজ আবির। উনিশের লোকসভায় পদ্মের যে দাপট  দেখা গিয়েছিল তেইশের পঞ্চায়েত ভোটে তা কার্যত ম্লান হয়ে গেল। সংখ্যার পার্টিগণিতে এগিয়ে থাকা তৃণমূল বলছে, উন্নয়নের অস্ত্রে তাঁরা বাজিমাত করেছে। জঙ্গলমহল ভালো করে চেনে জীবনের লড়াই। মাটির মানুষরা জানেন কিভাবে ঘুরে দাঁড়ানোর লড়াইটা হয়। ক্ষুধার জ্বালা,কষ্টের জীবনের অভিজ্ঞতা থেকে পাঠ নিয়ে তাই আদিবাসী মানুষ কষ্টি পাথরে বিচার করলেন ভোটের লড়াকুদের।তাঁরা প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় গা ভাসিয়ে উনিশের লোকসভায় পদ্মে দেদার জয় পায়।

কিন্তু কুনার হেমব্রম,জ্যোতির্ময় সিং মাহাতোরা জয়ী হয়েও জনতার দরবারে সেভাবে ছাপ রাখতে পারেনি। কথা দিয়ে কথা না রাখার মাসুল গুণতে হল বিজেপিকে। সংগঠন হীন বিজেপি চেষ্টা করেও কিছুতেই কূলে তরি ভেড়াতে পারল না। দিলীপ ঘোষের খাসতালুক গোপীবল্লভপুরে পদ্মের পাপড়ি খসেছে। কুলিয়ানায় জয়ী হয়েছে তৃণমূল।প্রার্থী না থাকায় বিজেপির মুখ পোড়ে।শুধু এখানেই নয়।ঝাড়গ্রামে বিজেপি কার্যত ধরাশায়ী। কোন ম্যাজিকে এই জঙ্গলমহল জয়? কিভাবে হারানো জমি ফিরে পেল তৃণমূল কংগ্রেস ? তৃণমূলের সাফ জবাব,সমাজে ভাগাভাগির অঙ্ক মেলাতে পারেনি গেরুয়া শিবির।

একসময়ে জঙ্গলমহলে মাওবাদী অশান্তি ছিল।কান পাতলে শোনা যেত বোমা-বন্দুকের আওয়াজ। এখন গেরিলা সন্ত্রাস অস্তমিত।শান্তির জঙ্গলমহলে বিনা পয়সায় রেশন,উন্নয়নের আলো ছড়িয়েছে। অনুন্নয়নের আঁধার এখন  পঞ্চায়েতের আগে কুড়মিদের প্ররোচিত করার চেষ্টা করেও বিজেপি সফল হয়নি। দিলীপ ঘোষের কুড়মিদের কাপড় খুলে দেওয়ার হুঙ্কার ব্যুমেরাং হয়েছে। বিস্ফোরক মন্তব্যই, আত্মঘাতী হয়েছে,ভোট বাক্সে আরও ব্যাকফুটে ফেলেছে বলে পর্যবেক্ষকদের অনেকের অভিমত। একইসঙ্গে তৃণমূল কংগ্রেস বলছে,একশদিনের কাজের টাকা আটকে রাখা বা বাংলাকে কোণঠাসা করার কৌশল ঘাসফুলের ভিত নড়বড়ে করে দিয়েছে। তাই আগামীতে তৃণমূলের অঙ্গীকার, ক্ষমতা ধরে রেখে মানুষের মনজয় করা। আরও পরিষেবা দেওয়া। উনিশের ফলের নিরিখে বলা যায়, জঙ্গলমহলের ৪ জেলার ৪০টি বিধানসভা আসনের মধ্যে ৩০টিতেই লিড ছিল বিজেপির। একুশের বিধানসভায় এই ৪০ আসনের মধ্যে তৃণমূল ২৪টিতে আর বিজেপি ১৬টি আসনে জেতে। পঞ্চায়েতে সেই বিরোধী শিবির অনেকটাই নিষ্প্রভ হল বলে পর্যবেক্ষকদের অভিমত।

Related Articles