কলকাতা

Migrant Workers: “ওঁদেরও পুজোয় নতুন জামাকাপড় দেবেন”, পরিযায়ীদের জন্য পুজো উদ্যোক্তাদের প্রতি আর্জি মুখ্যমন্ত্রীর

তিনি জানিয়েছেন, যদি বাংলার পরিযায়ী শ্রমীকরা বাংলায় ফিরতে চায় তাহলে সরকারের খরচে তাঁদের বাংলায় ফিরিয়ে আনা হবে, ভিন রাজ্যে অত্যাচারিত হতে হবে না।

Truth Of Bengal: ভিন রাজ্যে নির্যাতীত হচ্ছে বাঙালি, অকথ্য অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষী শ্রমিকদের (Migrant Workers)। এই বাঙালি হেনস্থার অভিযোগে রীতিমত গর্জে উঠেছে মুখ্যমন্ত্রী ও বাংলাপ্রেমী বঙ্গবাসী। ইতিমধ্য এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে বীরভূম থেকে ভাষা আন্দোলনের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যদি বাংলার পরিযায়ী শ্রমীকরা বাংলায় ফিরতে চায় তাহলে সরকারের খরচে তাঁদের বাংলায় ফিরিয়ে আনা হবে, ভিন রাজ্যে অত্যাচারিত হতে হবে না। এরই মাঝে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের প্রতি মুখ্যমন্ত্রী আর্জি জানান, ”ওঁদেরও (পরিযায়ী শ্রমিক) পুজোয় নতুন জামাকাপড় দেবেন।”

সম্প্রতি মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে, যেখানে দাবি করা হচ্ছে, বাংলার একাধিক পরিযায়ী শ্রমীককে অকথ্য অত্যাচার করেছে দিল্লি পুলিশ। রাজ্য সরকার ও শাসকদলের উদ্যোগে অত্যাচারিত পরিযায়ীদের অনেকেই বাংলায় ফিরে আসছেন। রাজ্য সরকার সেই সব পরিবারের দায়িত্ব নেওয়ারও আশ্বাস দিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ফিরে আসা পরিযায়ীদের জব কারড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী-এর মতো রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া হবে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও বলেছেন, “ফিরে আসা সবার (Migrant Workers) পেটে ভাত, সবার হাতে কাজ, সবার মাথায় ছাদ নিশ্চিত করার চেষ্টা করছি।”

[আরও পড়ুন: Damodar Flood Alert: দামোদরে প্লাবনের আশঙ্কা, ডিভিসির জলছাড়া নিয়ে ক্ষুব্ধ নবান্ন]

Related Articles