RG Kar Hospital: আরজি কর হাসপাতালে চাঞ্চল্য! রহস্যজনক মৃত্যু কর্মরত শিশুরোগ বিশেষজ্ঞের
জানা গিয়েছে, মৃত চিকিৎসক শুভজিৎ আচার্য উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা ছিলেন।
Truth of Bengal: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক কর্মরত চিকিৎসকের রহস্যজনক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য, যিনি আরজি কর হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, মৃত চিকিৎসক শুভজিৎ আচার্য উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা ছিলেন। রবিবার রাতে তিনি বুকে ব্যথা নিয়ে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওষুধের অধিক মাত্রার কারণে শরীরে বিষক্রিয়া তৈরি হয়েছিল, যার জেরেই ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত চিকিৎসক হৃদস্পন্দন (হার্ট রেট) কমানোর জন্য বেশ কিছু ওষুধ খেতেন। তবে এই বিষক্রিয়ার তত্ত্ব মানতে নারাজ মৃতের পরিবার। তারা শুভজিৎ আচার্যের মৃত্যুর সঠিক কারণ জানতে চেয়েছেন। এই ঘটনায় এলাকায় এবং চিকিৎসক মহলে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে।
ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত চিকিৎসকের দেহ বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত চিকিৎসক শুভজিৎ আচার্যের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। রিপোর্ট পাওয়ার পরই রহস্যমৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।






