চাকরি

BGCL Recruitment: বেঙ্গল গ্যাস কোম্পানিতে অ্যাসোসিয়েট পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

সিনিয়র অ্যাসোসিয়েট পদে শূন্যপদ ৪।

Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বেঙ্গল গ্যাস কোম্পানি (বিজিসিএল) অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৯। মাসে বেতন মিলবে ৬৫ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে। ভারতের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট bgcl.co.in মারফত। অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েট পদে শূন্যপদ ১০। সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩২ বছর। অ্যাসোসিয়েট পদে শূন্যপদ ৫। সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩৬ বছর। সিনিয়র অ্যাসোসিয়েট পদে শূন্যপদ ৪। সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৪০ বছর। অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য আবেদনকারীকে সিএ, আইসিডব্লুএ, সিএমএ, বিএসসি, বিই/বিটেক, এমবিএ, স্নাতকোত্তর, ডিপ্লোমা, এমএমএস, এমএসডব্লিউ ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬৫ হাজার টাকা করে। অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য বিএসসি, বিই, বিটেক, এলএলবি, এমবিএ, স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৮০ হাজার টাকা করে।

সিনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য আবেদনকারীকে বিএসসি, বিই, বিটেক ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ১ লাখ টাকা করে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ওবিসি ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম তপশিলি জাতি ও উপজাতি ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছরের ছাড় মিলবে। জেনারেল, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের অনলাইনে ২০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য কোনো আবেদনমূল্য লাগবে না। কাজের অভিজ্ঞতা, দক্ষতা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে অফিশিয়াল ওয়েবসাইট মারফত রেজিষ্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

Related Articles