আন্তর্জাতিক

মাদুরোর পর কি এবার ডেলসি? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভবনে ড্রোনের হানা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মিরাফ্লোরেস এলাকার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলি চালানো এবং তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।

Truth Of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে আপাতত মাথা নত করেছিলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। ট্রাম্পের হুমকির পর ডেলসি মুহূর্তের মধ্যে সুর বদলিয়ে আমেরিকার কাছে সহযোগিতার আহ্বান জানান। সেই সময় মনে করা হয়েছিল, ভেনেজুয়েলার উপর মার্কিন আক্রমণ আপাতত স্থগিত হয়েছে।

তবে মঙ্গলবার সকাল থেকে কারাকাসে ফের অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মিরাফ্লোরেস এলাকার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলি চালানো এবং তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রাসাদের উপরে ড্রোনও লক্ষ্য করা গেছে বলে জানা গেছে।

এদিকে, নিকোলাস মাদুরোকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আটক করে, তাহলে দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ তেল ভাণ্ডার ভেনেজুয়েলায় উত্তেজনা ছড়িয়ে পড়বে এমন আশঙ্কা ছিল। তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, এই সংঘর্ষের সঙ্গে তাদের কোনও যোগ নেই। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, মিরাফ্লোরেস প্রাসাদের কাছে নিরাপত্তা বাহিনীর মধ্যে ‘ভুল বোঝাবুঝি’-এর কারণে গুলি চালানো শুরু হতে পারে।

সোমবার ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। মাত্র কয়েক ঘন্টা পরই সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম জানায়, সোমবার সন্ধ্যায় মিরাফ্লোরেস প্রাসাদের উপরে একটি ড্রোন উড়তে দেখা যায়। এরপরই নিরাপত্তা বাহিনী গুলি চালানো শুরু করে।

Related Articles