নার্সিং পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ, রাজস্থানে গ্রেফতার ১
এই প্রসঙ্গে নিহত তরুণীর বাবার অভিযোগ, অভিযুক্ত যুবকই তাঁর মেয়েকে অপহরণ করে ধর্ষণ ও খুন করেছে।
Truth Of Bengal: রাজস্থানের খৈরথাল-তিজারা জেলায় নার্সিং পড়ুয়া ২০ বছরের এক তরুণীর গলা-কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুন্দওয়ার থানার অন্তর্গত এক বহুতলের ভাড়াবাড়ি থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, তাঁকে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের গলায় গভীর ক্ষত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিয়ানার মহেন্দ্রগড়ের বাসিন্দা ২১ বছরের এক যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে।
এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে নিহত তরুণীর বাবার অভিযোগ, অভিযুক্ত যুবকই তাঁর মেয়েকে অপহরণ করে ধর্ষণ ও খুন করেছে। পুলিশ আসতেই তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন।স্থানীয় সূত্রের দাবি, নিহত তরুণী ও অভিযুক্ত একই বহুতলে ভাড়া থাকতেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। প্রায় আধ ঘণ্টা ধরে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মুন্দওয়ার থানার স্টেশন হাউস অফিসার রামনিবাস মীনা জানিয়েছেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। রাজস্থানের বিরোধী দলনেতা টিকারাম জুলি রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন,মুন্দওয়ারে একজন নার্সিং ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাজস্থানে মহিলারা একেবারেই নিরাপদ নন। সরকারের উদাসীনতায় মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে।ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। বলা বাহুল্য, এই প্রথম নয়। এরআগেও একাধিকবার রাজস্থানে ধর্ষণের ঘটনা ঘটেছে। কেন বারবার এই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।






