প্রযুক্তিফিচার

Pixel Launch: Pixel Watch 4 এল ভারতে, Gemini AI এবং ECG সাপোর্ট নিয়ে

Pixel Watch 4 এসেছে দুটি আকারে– ৪১ মিমি এবং ৪৫ মিমি। নয়া মডেলের স্মার্টওয়াচে রয়েছে কার্ভড ডিসপ্লে, নতুন Actua 360 Always On Display।

Truth of Bengal: গুগল শেষমেষ ভারতের বাজারে নিয়ে আসল নতুন স্মার্টওয়াচ Pixel Watch 4 এবং ইয়ারবাড Pixel Buds Pro 2। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২০ আগস্ট “Made by Google” ইভেন্টে নয়া মডেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। ভারতে গুগল Pixel Watch 4-এর দাম শুরু হচ্ছে ৩৯,৯০০ টাকা থেকে (৪১ মিমি WiFi ভ্যারিয়েন্ট)। বড়ো আকারের ৪৫ মিমি ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯০০ টাকা (Pixel Launch)।

আরও পড়ুনঃ Bangladesh Election: ফের অনিশ্চয়তার মুখে বাংলাদেশের নির্বাচন, সুষ্ঠ নির্বাচন বড় চ্যালেঞ্জ

Pixel Watch 4 এসেছে দুটি আকারে– ৪১ মিমি এবং ৪৫ মিমি। নয়া মডেলের স্মার্টওয়াচে রয়েছে কার্ভড ডিসপ্লে, নতুন Actua 360 Always On Display। ফলে রোদে বা কম আলোয়ও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে। গুগল Pixel Watch 4-এ রয়েছে শক্তিশালী Snapdragon W5 Gen 2 প্রসেসর। এর সঙ্গে দেওয়া হয়েছে Material 3 Expressive UI। সবচেয়ে বড়ো আকর্ষণ হল Gemini AI সাপোর্ট। ব্যবহারকারীরা কেবল হাত তুলেই ভয়েজ অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবেন, ফলে স্মার্টওয়াচ হবে আরও স্মার্ট এবং দ্রুত। গুগল Pixel Watch 4 এ আছে ৪০টিরও বেশি এক্সারসাইজ মোড। পাশাপাশি রয়েছে ECG (হার্ট চেক), SpO2 (অক্সিজেন মনিটর), HRV ট্র্যাকিং, রেসপিরেশন বা শ্বাস-প্রশ্বাস সেন্সর, এছাড়া স্মার্টওয়াচ একবার চার্জে টানা ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি করেছে গুগল (Pixel Launch)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

স্মার্টওয়াচের পাশাপাশি গুগল এনেছে Pixel Buds Pro 2। এগুলির দাম ২২,৯০০ টাকা এবং শুধুমাত্র মুনস্টোন রঙে পাওয়া যাবে। এছাড়া কম বাজেটের জন্য রয়েছে Pixel Buds 2A, যার দাম মাত্র ১২,৯৯৯ টাকা। এগুলি গুগলের অফিশিয়াল স্টোর এবং Flipkart-এর মাধ্যমে কেনা যাবে (Pixel Launch)।

Related Articles