Truth of Bengal: টেকস্যাভি ভারতীয়দের জন্য সুখবর। boAt সংস্থা ভারতের বাজারে এনেছে boAt Wave Fortune স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে একবার চার্জে টানা ৫ থেকে ৭ দিন ব্যবহার করা যাবে। ঘড়িটিতে রয়েছে ১.৯৬ ইঞ্চির ডিসপ্লে, ব্লুটুথ কলিং সাপোর্ট এবং বিশেষ ট্যাপ অ্যান্ড পে ফিচার, যার মাধ্যমে ৫,০০০ টাকা পর্যন্ত কন্ট্যাক্টলেস পেমেন্ট করা যাবে (boAt Watch)।
আরও পড়ুনঃ Manisha Khan death: মালদায় ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
এই নতুন সুবিধা আনার জন্য বোট অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশিপ করেছে। ব্যবহারকারীরা boAt Crest Pay অ্যাপে তাঁদের ক্রেডিট বা ডেবিট কার্ড লিঙ্ক করেই সরাসরি boAt Pay-এর মাধ্যমে লেনদেন করতে পারবেন। ভারতে boAt Wave Fortune-এর দাম রাখা হয়েছে ৩,২৯৯ টাকা। তবে বিশেষ অফারে ঘড়িটি বর্তমানে মাত্র ২,৫৯৯ টাকায় boAt-এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাক্টিভ ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে (boAt Watch)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
boAt Wave Fortune স্মার্টওয়াচে রয়েছে কাস্টমাইজেবল ওয়াচ ফেস স্টুডিও, ৭০০-র বেশি প্রিসেট অ্যাক্টিভিটি মোড, হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, ঘুম ও স্ট্রেস মনিটর। এছাড়াও মহিলাদের জন্য মাসিক চক্র ট্র্যাকিং সাপোর্টও রয়েছে। এতে রয়েছে IP68 রেটিং ও 300mAh ব্যাটারির সুবিধা (boAt Watch)।






