Malaika Arora: জন্মদিনের কেকেই ফাঁস রহস্য! মালাইকা অরোরা কি সত্যিই ৫০-এ পা দিলেন?
২০২৫ সালে তাঁর ৫০ বছর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। এই বিতর্ক চলাকালীনই রবিবার রাতে মালাইকা সকলকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন।
Truth of Bengal: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বয়স নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি কেকের ছবি সামনে আসতেই সেই চর্চা আরও জোরালো হয়েছে। কেকটির উপর ‘৫০’ লেখা ছিল, যা দেখেই নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২৩ অক্টোবর ছিল মালাইকা অরোরার জন্মদিন। বিশেষ দিনে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা জানান। কিন্তু গোল বাঁধে জন্মদিনের কেকের ছবিটি প্রকাশ্যে আসার পর। কেকের উপর তাঁর বয়স ‘৫০’ লেখা দেখে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন। অনেকেই মনে করিয়ে দেন, ২০১৯ সালে অভিনেত্রী ৪৬তম জন্মদিন পালন করেছিলেন। সেই হিসাব অনুযায়ী ২০২৫ সালে তাঁর ৫০ বছর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। এই বিতর্ক চলাকালীনই রবিবার রাতে মালাইকা সকলকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “আমার ৫০তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ (Malaika Arora)।”
কেকের ‘৫০’ সংখ্যাটি বিতর্কের জন্ম দিলেও, উইকিপিডিয়ার তথ্য আবার ভিন্ন কথা বলছে। উইকিপিডিয়ায় মালাইকার বয়স ৫২ বলে উল্লেখ করা হয়েছে। ফলে কেকের উপর লেখা বয়স এবং উইকিপিডিয়ার তথ্যের মধ্যে গরমিল দেখা দেওয়ায় নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে অভিনেত্রীর আসল বয়স নিয়ে খোঁজাখুঁজি শুরু করেছেন। যদিও এই বয়স সংক্রান্ত বিতর্ক বা আলোচনায় মালাইকার অনুরাগীদের কোনো হেলদোল নেই। তাদের মতে, মালাইকার বয়স ৫০ হোক কিংবা ৫২, তিনি সব সময়ই ‘চিরতরুণী’ এবং তাঁর রূপ ও ফিটনেসের কোনো পরিবর্তন হয়নি। বয়সে কী আসে যায়, এই তারুণ্যই আসল— এমন মতই প্রকাশ করেছেন ভক্তরা (Malaika Arora)।






