শিক্ষা

আইআইটি খড়গপুরে স্বাধীন অর্থনীতি বিভাগ! জানুন বিস্তারিত

অর্থনীতিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আর গবেষণার ক্ষেত্র প্রসারিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী।

Truth Of Bengal: দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল আইআইটি খড়গপুর। আগামী শিক্ষাবর্ষ থেকে একেবারে স্বাধীন অর্থনীতি বিভাগ চালু হতে চলেছে। হিউম্যানিটিজ ও সোশ্যাল সায়েন্সেস বিভাগ থেকে একেবারে আলাদা হবে সেই বিভাগ। অর্থনীতিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আর গবেষণার ক্ষেত্র প্রসারিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী।

তিনি জানান, সেনেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আইআইটি খড়গপুরে ৫ বছরের জন্য অর্থনীতিতে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম রয়েছে। এছাড়া আইআইটি খড়গপুরে আসতে চলেছে নয়া ভরতির পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে পারে। জেইই অ্যাডভান্সড র্যাঙ্কের ওপর নির্ভর করতে হবে না।

Related Articles