বিবাহবিচ্ছেদের পর ভারত ছেড়েছেন নাতাশা, ছেলেকে নিয়ে কিভাবে দিন কাটছে তার?
Natasha left India after the divorce, how is she spending her days with her son?

The Truth Of Bengal: হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচ দুজনে যৌথভাবে বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে জানিয়েছিলেন, তাঁরা দুজনেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এবারেই প্রথম নয় এর আগেও বহুবার তাঁদের সম্পর্কের ইতি নিয়ে গুঞ্জন উঠেছিল। তবে এবার আর কোন ভনিতা নয় একেবারে দুজনেই অফিসিয়ালি জানিয়ে দিলেন যে তাঁরা এই সম্পর্কে ইতি টানতে চান। ইতিমধ্যেই ছেলে অগ্যস্ত পাণ্ড্যকে নিয়ে নিজের দেশ সার্বিয়ায় ফিরে গিয়েছেন নাতাশা। হার্দিকের সঙ্গে ছাড়াছাড়ির পর সার্বিয়া পৌঁছে কী ভাবে দিন কাটছে নাতাশার?
বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিয়ে নাতাশা লেখেন, “চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার।” তিনি আরও লিখেছেন, “এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে, এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল আমাদের জন্য। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম।
একসঙ্গে বহু আনন্দের সময় কাটিয়েছি আমরা।” তবে অগ্যস্তকে খুশি রাখতে তাঁদের দুজনকে যাই করতে হোক না কেন তাঁরা করবেন এমনটাই জানিয়েছেন তাঁরা। দুজনের বিবাহ বিচ্ছেদের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তীব্র কটাক্ষের শিকার হয়েছেন নাতাশা। তবে সর্বহারা হার্দিক পান্ডিয়ার পাশে রয়েছেন তাঁর ফ্যানেরা। হার্দিক ভক্তদের এখন চোখের বিষ নাতাশা। একজন হার্দিক ভক্ত লিখেছেন, “এত ভালো মনের মানুষকে চিনতে পারল না”। অপর একজন লিখেছেন, “হার্দিক ওর চেয়ে অনেক ভালো জীবনসঙ্গীর দাবিদার”। আরেক ভক্ত লিখেছেন, “স্যার আপনি ওঁকে ভুলে যান। জীবনে অনেক ভালো ঘটবে, আপনি ভালোটাই ডিজার্ব করেন”।