বিনোদন

আসলে কোন কথাটা সবার থেকে লুকিয়ে যাচ্ছে সূর্য? জানতে চায় দীপা!

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সূর্য ওরা চলে যাচ্ছে দেখে মিশকা পাগলের মতন করছে। মিশকা চাইছে সূর্যর কাছে যেতে, যাকে ওকে আটকানো যায় কিন্তু বাড়ির সকলেই কিছুতেই মিস কাকে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না। সকলেই বোঝাচ্ছে সে এখন মা হতে চলেছে তাই তার ভালোভাবে থাকাটা খুব জরুরী।

মিশকার কাছে সূর্য গেছে। তার শরীরে অবস্থা জানার জন্য সেটা দেখে মিশকার খুবই আনন্দিত হচ্ছে। অন্যদিকে দীপা সুর্যের কাছে জানতে চাইছে সে এখন সেনগুপ্ত পরিবারের তার দুই মেয়েকে নিয়ে কিভাবে থাকবে। কিন্তু দীপা কখনোই সূর্যকে দোষারোপ করছে না।

হঠাৎ করেই মিশকা এসে জানায় তার ছেলেকে পাওয়া যাচ্ছে না সে যখন ওয়াশরুমে গিয়েছিল। তখন সোনা ও রুপা তাকে দেখছিল। কিন্তু তারপর থেকে হঠাৎ করে তার এবং সূর্যর ছেলেকে পাওয়া যাচ্ছে না।

Related Articles