রাজ্যের খবর

শতাব্দী প্রাচীন কালীমন্দিরে দানবাক্স ভাঙচুর, উধাও টাকা? চাঞ্চল্য এলাকায়

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বাংলা এক ঐতিহ্য়বাহী স্থান। বংশপরম্পরায় অথবা অতীতে তৈরি হওয়া কোনও মন্দির, ঈশ্বরের আরাধনাই এখানে চিরকাল হয়ে আসছে। তবে সেই ভক্তির জায়গাতেই যদি হয় চুরি! এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বালুরঘাট শহর। বাইরা কালীমন্দিরে দানবাক্স ভেঙে চুরির ঘটনা ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

চিত্র: নিজস্ব

আরও পড়ুনঃ Stray Dogs: পথকুকুরদের নিয়ে নিষ্ক্রিয়তায় ৩ নভেম্বরের মধ্যে মুখ্যসচিবদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

শতাব্দী প্রাচীন এই মন্দির ঘিরে এলাকার মানুষের ভক্তি-আস্থা অগাধ। ভোরবেলায় স্থানীয় বাসিন্দারা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান দানবাক্সটি ভাঙা অবস্থায় পড়ে আছে। ভিতরে পড়ে রয়েছে কিছু খুচরো টাকা, বাকিটা উধাও।ভক্তদের দাবি, সারা বছর ধরে ভক্তরা মা বাইরার পায়ে দান করে থাকেন। প্রতি বছর রাস পূর্ণিমার পরের অমাবস্যায় এই জাগ্রত মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। সেই পুজোর আগেই দানবাক্সে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা জমা হয় বলে অনুমান। চুরি হওয়া টাকার পরিমাণও সেই অঙ্কেই বলে ধারণা করা হচ্ছে।(South Dinajpur)

চিত্র: নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal 

স্থানীয় বাসিন্দা রাজু দে জানান, “আজ সকালে হাঁটতে বেরিয়ে দেখি দানবাক্স ভাঙা। মনে হচ্ছে ভোরের দিকে কেউ এই চুরি করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে সবটা পরিষ্কার হবে। যারা করেছে, তাদের কঠোর শাস্তি চাই।” (South Dinajpur)

চিত্র: নিজস্ব

আগামী অমাবস্যার রাতে অনুষ্ঠিত হবে এই মায়ের বাৎসরিক পুজো। তার আগেই এমন চুরির ঘটনায় ভক্তদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, মন্দির সংলগ্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। (South Dinajpur)

Related Articles