বিনোদনরাজনীতিরাজ্যের খবর

একই স্টুডিওতে উপস্থিত মিঠুন-কুনাল, কী হল এরপর?

দুই সিনেমার দলই চিন্তায় ছিল দুজনের মুখোমুখি হওয়া নিয়ে

Truth Of Bengal: রবিবার দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে দুটি আলাদা ছবির ডাবিং করার কথা ছিল কুনাল ঘোষ ও মিঠুন চক্রবর্তীর। কুনাল ঘোষের করার কথা ‘কর্পূর’ ছবির ডাবিং। অন্যদিকে মিঠুন চক্রবর্তীর ডাবিং করার কথা ছিল ‘প্রজাপতি টু’ ছবির। দুই সিনেমার দলই চিন্তায় ছিল দুজনের মুখোমুখি হওয়া নিয়ে (Studio Encounter)। তবে অবশেষে একই স্টুডিওতে দেখা যায় দুজনকেই। যদিও একে অপরের মুখোমুখি হয়েছেন কিনা, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে জানা গিয়েছে যে দুজনের দুটি আলাদা তলে ডাবিং হয়।

আরও পড়ুনঃ ধর্মা প্রোডাকশনের সঙ্গে বড় চুক্তি, বলিউডে অভিষেক ভুবন বামের

প্রসঙ্গত, ‘কর্পূর’ ছবির পরিচালক অরিন্দম শীল কথা বলেছিলেন কুনাল ঘোষের সঙ্গে এবং ঘাসফুল শিবিরের প্রভাবশালী নেতা পরিচালককে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে তাঁর আপত্তি মিঠুন চক্রবর্তীর সুবিধাবাদী রাজনীতি নিয়ে। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে পরিস্থিতি যাই হোক না কেন, নিজের প্রোগ্রাম তিনি পাল্টাবেন না। অন্যদিকে, শোনা যাচ্ছিল যে মিঠুন চক্রবর্তী শনিবার ‘প্রজাপতি টু’ ছবির ডাবিং সারবেন যাতে কুনাল ঘোষের মুখোমুখি না হতে হয়। তবে শেষ পর্যন্ত দুজনেই রবিবার স্টুডিও এসে উপস্থিত হন নিজেদের ছবির ডাবিংয়ের জন্য। (Studio Encounter)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, কুনাল ঘোষ ও মিঠুন চক্রবর্তীকে একে অপরকে মাঝেমধ্যেই আক্রমণ করতে দেখা গিয়েছে। চলতি বছরের জুলাই মাসেই কুনাল ঘোষের নাম শুনে রেগে গিয়ে মিঠুন চক্রবর্তীকে সাংবাদিকের দিকে বুম ছুড়তে দেখা গিয়েছিল। দুজনের লড়াইয়ের জল আদালত পর্যন্ত গড়ায়। (Studio Encounter)

Related Articles