স্বরূপনগরে বিএসএফের হাতে ধরা পড়ল ৩৮ বাংলাদেশি
সূত্রের খবর, এই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপনে থেকে নানা কাজে যুক্ত ছিল।
Truth Of Bengal: মন্টু সাহাজী, বসিরহাট: এসআইআর চালু হতেই ধরা পড়ার ভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক পড়েছে বাংলাদেশি নাগরিকদের মধ্যে। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার তারালি সীমান্ত থেকে ৩৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। সূত্রের খবর, এই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপনে থেকে নানা কাজে যুক্ত ছিল।
তবে এসআইআর কার্যক্রম শুরু হওয়ার পর তারা দেশে ফেরার চেষ্টা শুরু করে। শনিবার গভীর রাতে এই ৩৮ জন বাংলাদেশি বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্ট দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় টহলরত বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি।
পরে বিএসএফ আটক ব্যক্তিদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশু – তিনিই রয়েছেন। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কীভাবে এত বড় সংখ্যক বাংলাদেশি নাগরিক ভারতের বিভিন্ন রাজ্যে এতদিন ধরে বসবাস করছিলেন এবং তাঁদের সঙ্গে কোনও স্থানীয় চক্র জড়িত আছে কি না।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকা জুড়ে।






