ভোটারদের চরম ভোগান্তির অভিযোগ তুলে পথে নামল তৃণমূল
এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার স্পষ্ট বার্তা নিয়ে ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচিকে সামনে রেখে পথে নামল তৃণমূল কংগ্রেস।
Truth Of Bengal: এসআইআর শুনানি নিয়ে সাধারণ ভোটারদের চরম ভোগান্তির অভিযোগ শুরু থেকেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। দিনের পর দিন অনিশ্চয়তা, হয়রানি ও আতঙ্কের মধ্যে কাটছে বহু মানুষের দিন। ভোটার তালিকায় নাম থাকবে কি না—এই দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ছে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার স্পষ্ট বার্তা নিয়ে ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচিকে সামনে রেখে পথে নামল তৃণমূল কংগ্রেস।
শনিবার দুর্গাপুরের ভিড়িঙ্গি সহ ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে শুরু হয় তৃণমূল কংগ্রেসের জনসংযোগ ও সচেতনতা কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কথা শোনা, এসআইআর শুনানি সংক্রান্ত ভোগান্তির কথা লিপিবদ্ধ করা এবং ভোটারদের পাশে থাকার আশ্বাস দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এদিন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় রাজ্যের উন্নয়নের পাঁচালী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনমুখী প্রকল্পগুলির কথাও বিস্তারিতভাবে জানানো হয়।
তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এই ‘উন্নয়নের সংলাপ’ যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলার রাখি তিওয়ারি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। এই প্রসঙ্গে ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, ভোটারদের অধিকার রক্ষা করতে তৃণমূল কংগ্রেস আগেও রাস্তায় ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কোনও ষড়যন্ত্রে যেন সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, তা নিশ্চিত করাই আমাদের লড়াই। ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচির মাধ্যমে আমরা পাড়ায় পাড়ায় যাচ্ছি। মানুষের কাছে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরছি এবং বিজেপির ভ্রান্ত নীতির বিরোধিতা করছি। সব মিলিয়ে, এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের উদ্বেগকে সামনে রেখে উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি—এমনটাই দাবি শাসক দলের নেতৃত্বের।






