সাতগাছিয়ায় সেবাশ্রয় ২ শিবির পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বললেন সাধারণ মানুষের সাথে
Truth Of Bengal: সাতগাছিয়ার সাধারণ মানুষের কাছে উন্নত ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে বিদ্যানগর মাল্টিপারপাস উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত হয় ‘সেবাশ্রয় ২’ কর্মসূচি। সোমবার এই বিশেষ স্বাস্থ্য শিবিরটি পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পরিদর্শনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রতিটি বিভাগ খতিয়ে দেখেন এবং সেখানে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে কথা বলেন।
এদিনের শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূলত রোগ নির্ণয় অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার সমাধান করার চেষ্টা করা হয় এখানে। এই শিবিরে চোখ, রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, ক্যানসারসহ বিভিন্ন রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে। সেবাশ্রয়–২ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যপরিষেবা, প্রশাসনিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত একাধিক পরিষেবা এক ছাতার তলায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
সেবাশ্রয় ২-এর মাধ্যমে ইতিমধ্যেই বহু মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পেয়েছেন। মানবিকতা এবং সময়োপযোগী পরিষেবার সমন্বয়ে ‘সেবাশ্রয়’ এখন সাধারণ মানুষের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য হয়ে উঠেছে।






