Uncategorized

স্যার ব্র্যাডম্যানের পর তালিকায় দ্বিতীয় যশস্বী

টেস্টে অভিষেকের পর যশস্বীর থেকে টেস্টে শতরান আর কোনও ব্যাটারের ঝুলিতেই নেই

যশস্বী যখন কোনও ম্যাচে সেঞ্চুরি করেন, তখন তিনি অন্য ব্যাটারদের মত সেলিব্রেশন করেন না। কিছুটা ব্যতিক্রমী তাঁর শতরান উদযাপন (Jaiswal Century)। আগের টেস্টে শতরান করে যেভাবে তিনি তাঁর সেলিব্রেশন করেছিলেন, রাজধানী দিল্লির যমুনা পাড়েও সেই একইভাবে সেঞ্চুরির পর আনন্দে মাতলেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার। শতরান করে প্রথমে হেলমেটে চুম্বন, তারপর দু’হাতে ভালবাসার প্রতীক তুলে ধরা। যমুনা পাড়ে শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই শরতের আকাশে মেঘ-রোধের খেলার মতই ঝলঝলে যশস্বীর লম্বা ব্যাটিং। করলেন সেঞ্চুরি।

আরও পড়ুন: কেন ট্রাম্পের ঝুলিতে গেল না নোবেল? জানাল নরওয়ের নোবেল কমিটি

এই শতরানের পর যশস্বীর আগে ২৪ বছরে পদাপর্ণের আগে সবচেয়ে বেশি শতরান করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান ১২, শচীন তেন্ডুলকর ১১ ও গ্যারি সোবার্স ৯টি। কিন্তু যশস্বী এখন অবধি যে সাতটি টেস্টে শতরান হাঁকিয়েছেন, তার পাঁচটিতেই ১৫০ রান ছাড়িয়ে গিয়েছেন। এই তালিকায় যশস্বীর আগে রয়েছেন একমাত্র স্যার ডন ব্রাডম্যান। তাঁর মত বয়েসে যশস্বীর থেকে মাত্র একটি বেশি (৮) রয়েছে স্যার ব্র্যাডম্যানের দখলে। (Jaiswal Century)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এছাড়া টেস্টে অভিষেকের পর যশস্বীর থেকে টেস্টে শতরান আর কোনও ব্যাটারের ঝুলিতেই নেই। এই তালিকায় ৪টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার বেন ডাকেট। (Jaiswal Century)

Related Articles