Truth Of Bengal: ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন (UPI Rules) আনছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)। ১ আগস্ট ২০২৫ থেকে দেশের সর্বত্র UPI ব্যবস্থায় বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হয়েছে। এই নিয়মগুলির লক্ষ্য হল সার্ভারের উপর চাপ কমানো, প্রতারণা রোধ এবং আরও সুশৃঙ্খল ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করা।
[আরও পড়ুন: Monsoon Alert: অবিরাম বর্ষণে বৃষ্টিস্নাত বঙ্গ, শুক্রে ভিজবে কোন কোন জেলা?]
কী কী নতুন নিয়ম (UPI Rules) চালু হল?
১. দিনে সর্বাধিক ৫০ বার ব্যালান্স চেকের সীমা
ব্যবহারকারীরা এখন থেকে প্রতিটি অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালান্স চেক করতে পারবেন। এর বেশি ব্যালেন্স চেক করলে অ্যাপে সতর্কবার্তা দেখাবে। তবে প্রতিটি লেনদেনের শেষে স্বয়ংক্রিয়ভাবে ব্যালান্স দেখানো হবে, তাই আলাদা করে চেকের প্রয়োজন অনেক কমে যাবে।
২. নির্দিষ্ট সময়েই অটোপে লেনদেন
অটোপে ভিত্তিক সাবস্ক্রিপশন ও বিল পেমেন্ট এখন শুধুমাত্র নন-পিক সময়েই সম্পন্ন হবে। এই সময়গুলি হল: সকাল ১০টার আগেই, দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে, রাত ৯:৩০টার পরে। ব্যর্থ লেনদেনগুলি কয়েকবার স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চেষ্টা করা হবে।
UPI Gets New Rules Starting August 1: What You Need to Know#UPI #DigitalPayments #NPCI #GooglePay #PhonePe #Paytm pic.twitter.com/FqJEWQ0qtG
— TechPP (@techpp) July 31, 2025
৩. ব্যর্থ লেনদেনের স্ট্যাটাস চেকেও সীমা
যদি কোন লেনদেন ব্যর্থ হয় বা ‘pending’ অবস্থায় থাকে, তাহলে সেটির স্ট্যাটাস সর্বাধিক তিনবার দেখা যাবে। প্রতিবার চেক করার মধ্যে কমপক্ষে ৯০ সেকেন্ড সময়ের ব্যবধান থাকতে হবে।
৪. টাকা পাঠানোর আগে দেখা যাবে প্রাপকের নাম
প্রতিটি লেনদেনের আগে প্রাপকের নিবন্ধিত নাম UPI অ্যাপে স্পষ্টভাবে দেখানো হবে, যাতে ভুল প্রাপককে টাকা পাঠানোর সম্ভাবনা কমে।
৫. পেমেন্ট অ্যাপ অ্যাগ্রিগেটরদের জন্য সার্ভিস ফি
UPI ব্যবহারকারীদের জন্য এখনো কোনও অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়। তবে Google Pay, PhonePe, Paytm-এর মতো পেমেন্ট অ্যাপ অ্যাগ্রিগেটরদের জন্য নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে, যা তারা সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে প্রদান করবে।
উদ্দেশ্য কী (UPI Rules)?
NPCI জানিয়েছে, এই পরিবর্তনগুলি মূলত ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা এবং সিস্টেমের দক্ষতা বাড়ানো লক্ষ্যেই করা হয়েছে। ব্যালান্স চেক, অটোপে ও প্রাপক যাচাইয়ের মতো বিষয়গুলিতে নিয়ন্ত্রণ আনা হলে প্রযুক্তিগত সমস্যা ও প্রতারণার ঝুঁকি অনেকটাই হ্রাস পাবে।
[আরও পড়ুন: Freedom Pioneer: বিপ্লবী গুরু অশ্বিনীকুমার]
এক নজরে দেখুন কী কী বদল (UPI Rules) আসছে
দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালান্স চেক
নির্ধারিত সময়েই অটোপে চলবে
ব্যর্থ লেনদেনের স্ট্যাটাস দেখা যাবে ৩ বার
প্রাপকের নাম যাচাই বাধ্যতামূলক
ব্যবহারকারীর জন্য এখনো কোনও অতিরিক্ত ফি নেই





