দ্বিশতরানের আগেই রান আউট হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন যশস্বী
অধিনায়ক শুভমনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির পরই ১৭৫ রানে রান আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন গম্ভীর ব্রিগেডের তরুণ ওপেনার।
 
						Truth Of Bengal: শনিবার দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হওয়ার পর মাঠে উপস্থিত অনেকেই ভেবেছিলেন টিম ইন্ডিয়ার হয়ে যশস্বী জয়সওয়াল হয়ত ডবল সেঞ্চুরি পূর্ণ করে ফেলবেন। কিন্তু তা আর হয়নি। অধিনায়ক শুভমনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির পরই ১৭৫ রানে রান আউট হয়ে প্যাভেলিয়নে ফেরেন গম্ভীর ব্রিগেডের তরুণ ওপেনার। আউট হয়ে মাঠেই যেন বেশ ভেঙে পড়েন তিনি। সঙ্গী ওপর ওপেনার গিলকে উদ্দেশ্য করে কিছু বলতেও দেখা যায় তাঁকে। এরপর ম্যাচ শেষে এই ব্যাপারে মুখ খোলেন স্বয়ং যশস্বী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে যশস্বী বলেন, ‘আপনাদের মনে রাখা উচিত, যে কোনও আউট-ই ক্রিকেটের অঙ্গ। এমনটা হতেই পারে। এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই।’
প্রসঙ্গত, এদিন ম্যাচে মাত্র ২ রান যোগ করতে পেরেছিলেন যশস্বী। তারপরই রান নিতে তিনি দৌড়লেও থমকে দাঁড়ান অপর প্রান্তে থাকা শুভমন। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই তেগনারিন চন্দরপলের ছোঁড়া বলে তেভিন যশস্বীর উইকেট ভেঙে দেন। তবে এই সব নিয়ে এখন তিনি নিজে মাথা ঘামাতে রাজি নন বলেও জানান মুম্বইয়ের এই ক্রিকেটার।
তবে ম্যাচে নিজের ইনিংস সম্বন্ধে বলতে গিয়ে যশস্বী জানান, ‘আমি যখন ম্যাচ খেলতে মাঠে নামি, তখন আমার একটাই লক্ষ্য থাকে যত বেশিক্ষণ ক্রিজে টিকে থাকা যায়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। পাশাপাশি আমার আশা ছিল, যদি এক ঘণ্টা ক্রিজে থাকতে পারি, তাহলে বড় রান করতে পারব। কিন্তু সেটা আর হল না। কি করা যাবে। পরে আবার চেষ্টা করব।’
 
				





