 
						Truth of Bengal: বর্তমানে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলাভাষীদের হেনস্তা ও নির্যাতন। এই ইস্যু নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সদ্য শেষ হওয়া ২১শে জুলাইয়ের সভা মঞ্চ থেকেও তিনি একহাত নেন গেরুয়া শিবিরকে। শুধু তাই নয়, এমনটা ভবিষ্যতে হলে যে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না, সেই হুঁশিয়ারিও তিনি দেন (Mithun Chakraborty)।
এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য, তথা জনপ্রিয় অভিনেতা, মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন জোড়াসাঁকোর হরিয়ানা ভবন থেকে এবং এই বিষয়ে বক্তব্য রাখেন। তিনি দাবি করেন যে এই অভিযোগগুলি মিথ্যে। মিঠুন বলেন, “বেঙ্গালুরুতে আমি নিজে একটা হোটেল খুলেছি, যেখানকার অধিকাংশ কর্মচারীই বাঙালি পরিযায়ী। এবার যদি কেউ বাংলাদেশী থাকেন, তাহলে নিশ্চয়ই তাঁকে বাংলাদেশী বলে চিহ্নিত করা হবে। সবেতেই বিতর্ক সৃষ্টি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mithun Chakraborty)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
পাশাপাশি, মুখমন্ত্রীর নির্বাচন কমিশন ঘেরাও হুঁশিয়ারি নিয়েও বক্তব্য রাখেন মিঠুন। তিনি বলেন, “এর বাইরে ওনার আর কোন উপায় নেই। তবে কমিশন তাদের মতো করেই কাজ করবে।” যদিও এর পাল্টা দিতে একটু দেরি করেনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, “আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগতো রাজ্যসভায় পদ পেয়েছিলেন বলে? এখন মামলা থেকে বাঁচতে এসব মন্তব্য করছেন (Mithun Chakraborty)।”
 
				





