Kamakhya Temple: কেন অম্বুবাচীতে কৃষিকাজ নিষিদ্ধ?
অম্বুবাচীতে কৃষিকাজ করা অর্থাৎ বীজ বপন ও গাছ পোঁতা নিষিদ্ধ।
						Truth of Bengal: হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় অম্বুবাচীকে। এরসঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনির পাশাপাশি ধর্মীয় উপাচারও। অম্বুবাচীতে কৃষিকাজ করা অর্থাৎ বীজ বপন ও গাছ পোঁতা নিষিদ্ধ। এর পেছনে কৃষিভিত্তিক সংস্কৃতির সঙ্গে নারীর ঋতুচক্রের সঙ্গে পৃথিবী মায়ের মিল রয়েছে। (Kamakhya Temple)
[আরও পড়ুনঃ Gangasagar: ব্যাঙ্গালোরে কর্মরত অবস্থায় প্রাণ হারালেন গঙ্গাসাগরের সেনা জওয়ান]
প্রতিবছর আষাঢ় মাসে পালিত হয় অম্বুবাচী। সূর্য এসময় মিথুন রাশিতে প্রবেশ করে। আদ্রা নক্ষত্রে সূর্যের গোচরের সঙ্গে শুরু হয় অম্বুবাচী। এবছর রবিবার থেকে শুরু হয়েছে অম্বুবাচী, চলবে বুধবার পর্যন্ত।সংস্কৃত শব্দ ‘অম্বুবাচী’ অর্থাৎ যার দেহ সিক্ত। হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা রূপে কল্পনা করা হয়, এবং এই তিনদিন ধরিত্রী মায়ের ঋতুকাল বলে গণ্য করা হয়।(Kamakhya Temple)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
যেমন নারীরা রজঃস্বলা অবস্থায় নির্দিষ্ট কিছু আচার পালন করেন না, ঠিক তেমনই এই সময় পৃথিবীকেও ‘অশুচি’ বলে মানা হয়। বর্ষার সূচনায় যখন মাটি ভিজে ওঠে, তখন তাকে উর্বরতা ফেরানোর সময় হিসেবে বিবেচনা করা হয়। তাই এই সময়ে কোনও রকম মাটির কাজ বা বীজ বপন করা হয় না। শুধু কৃষিকাজই নয় এসময় মাঙ্গলিক কাজকর্ম নিষিদ্ধ।
				





