Mithun Chakraborty: হাই কোর্টে ধাক্কা মিঠুন চক্রবর্তীর, খারিজ হল না মামলা
পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর মামলার কেস ডায়েরি তলব করেছেন আদালত।
 
						Truth Of Bengal: আদালতে ধাক্কা খেলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর বিরুদ্ধে চিৎপুর থানায় দায়ের হওয়া FIR খারিজের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, মামলার তদন্ত চলবে এবং মিঠুন চক্রবর্তীকে সেই তদন্তে সহযোগিতা করতে হবে। যদিও তাঁর নির্দেশ অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অভিনেতাকে গ্রেফতার করা যাবে না। পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর মামলার কেস ডায়েরি তলব করেছেন আদালত।
[আরও পড়ুন: “কাউকে সাসপেন্ড করতে দেব না”, কমিশনকে তীব্র হুঙ্কার মমতার]
সম্প্রতি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তাঁর প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী ও তাঁর স্ত্রী। অভিযোগে তাঁরা দাবি করেন, একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজের জন্য প্রথম দফায় পারিশ্রমিক পেলেও, অতিরিক্ত কিছু কাজ করানোর পর প্রাপ্য অর্থ (প্রায় ৩৫ লক্ষ টাকা) দেওয়া হয়নি। অভিযোগে আরও বলা হয়, স্ত্রী নিজের গয়না বন্ধক রেখে অর্থ জোগাড় করে কাজ শেষ করেন, কিন্তু কাজের নির্দিষ্ট অংশের কোনও লিখিত চুক্তি ছিল না (Mithun Chakraborty)।
[আরও পড়ুন: Home Burglary: অবসর প্রাপ্ত সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত পরিবার]
সুমনের দাবি, টাকা চাইতে গেলে তাঁরা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন। এরপরই তাঁরা চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন মিঠুন চক্রবর্তী এবং তাঁর এক ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে। FIR খারিজের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন, তবে আদালত সেই আবেদন আপাতত খারিজ করে দিয়েছে (Mithun Chakraborty)।
 
				





