কলকাতা

Illegal Hookah Lounge: মোমোর দোকান ও ক্যাফের আড়ালে অবৈধ হুক্কা পার্লার, প্রতিবাদ করায় মালিকের বাড়িতে হামলা, আক্রান্ত নিরাপত্তা রক্ষী

খাস কলকাতায় এমন ঘটনা ঘটায় শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। প্রিন্স আনোয়ার শাহ রোডের ১৮৮/১৪এ ঠিকানায় ওই মোমোর দোকান ও ক্যাফেতে মোমো ছাড়াও অন্যান্য খাবার পাওয়া যায়।

Truth of Bengal: দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি মোমোর দোকান ও ক্যাফের আড়ালে বেআইনি হুক্কা পার্লার চালানোর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাড়ির মালিক এর প্রতিবাদ করায় সোমবার কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয় এবং নিরাপত্তারক্ষীকে মারধর করে। খাস কলকাতায় এমন ঘটনা ঘটায় শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। প্রিন্স আনোয়ার শাহ রোডের ১৮৮/১৪এ ঠিকানায় ওই মোমোর দোকান ও ক্যাফেতে মোমো ছাড়াও অন্যান্য খাবার পাওয়া যায়। কিন্তু অভিযোগ, এই দোকানের আড়ালেই চলত অবৈধ হুক্কা পার্লার। বাড়ির মালিক এই বেআইনি কার্যকলাপ নিয়ে বার বার আপত্তি জানাচ্ছিলেন।

এই ঘটনার প্রতিবাদ করে বাড়ির মালিক রবিবার রাতে লেক থানায় অভিযোগ দায়ের করেন। পাল্টা ক্যাফে মালিকও অভিযোগ জানান যে, বাড়ির মালিক চুক্তির বাইরে তাঁর কাছে বাড়তি টাকা দাবি করছেন এবং টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন। রবিবার রাতে দু’পক্ষই লেক থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে।

সোমবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্যাফে লাগোয়া বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা বাড়ির মালিককে না পেয়ে বয়স্ক নিরাপত্তারক্ষীকে মারধর করে বলে অভিযোগ ওঠে। অভিযোগকারী জানান, মারধরের আগে দুষ্কৃতীরা দোকানের সামনে থাকা সিসিটিভির ক্যামেরা নষ্ট করে দেয়। তবে মারধর করতে করতে বৃদ্ধ নিরাপত্তারক্ষীকে পাশের বাড়ির সামনে নিয়ে যাওয়া হলে, সেই বাড়ির সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যাফে মালিকের ভূমিকা এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত।

Related Articles