কলকাতা

‘ভাই’ শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ‘ভাই’ শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

Truth Of Bengal: বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ‘ভাই’ শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও।” রবিবার শাহরুখ খানের জন্মদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলিউড বাদশা শাহরুখ খানের সুসম্পর্ক বহুদিনের। অতীতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিকবার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে হাজির হয়েছেন শাহরুখ।

এমনকি, ‘কিং’ ছবির শুটিং চলাকালীন এক অ্যাকশন দৃশ্যে চোট পাওয়ার পর তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেছিলেন মমতা। ভাইয়ের জন্মদিনে তাই আবারও স্নেহভরা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী,“শুভ জন্মদিন, ভাই শাহরুখ।”

Related Articles