১০০ দিনের কাজ মামলায় বড় ধাক্কা কেন্দ্রের, কেন্দ্রকে কটাক্ষ অভিষেকের
সমাজমাধ্যম থেকে একটি পোস্ট করেন তিনি ও গেরুয়া শিবিরকে তকমা দেন 'বহিরাগত বাংলা বিরোধী জমিদার'এর এবং দাবি করেন যে এটি একটি শোচনীয় হার তাদের।
Truth Of Bengal: এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলায় কেন্দ্রের ধাক্কা খাওয়া সুপ্রিম কোর্টে। রাজনৈতিক মহলের একাংশ এটিকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের এক বড় জয় বলে মনে করছে। এই আবহাওয়ায় এবার কেন্দ্রকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যম থেকে একটি পোস্ট করেন তিনি ও গেরুয়া শিবিরকে তকমা দেন ‘বহিরাগত বাংলা বিরোধী জমিদার’এর এবং দাবি করেন যে এটি একটি শোচনীয় হার তাদের।
অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “যেই আবেদন করা হয়েছিল কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে, তা খারিজ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।” এর সঙ্গে ডায়মন্ড হারবার সাংসদ দাবি করেন যে এটি অবশ্যই একটি ঐতিহাসিক জয় বাংলার মানুষদের জন্য। তাঁর সাফ কথা, “বাংলা মাথানত করবে না দিল্লির ঔদ্ধত্য ও অবিচারের কাছে।”
তিনি আরও লেখেন, “বিজেপি রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে পেরে উঠছে না বলে বঞ্চিত করাকে বেছে নিয়েছে অস্ত্র হিসেবে। বাংলাকে ওরা অবরুদ্ধ করে দিতে চাইছে অর্থনৈতিকভাবে।” এর সঙ্গে হুংকার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তারা হার মানবে না। ঘাসফুল শিবিরের সেনাপতি লেখেন, “কিন্তু হার আমরা মানব না। লড়াই করব ন্যায়ের জন্য। যারা মনে করে চুপ করিয়ে রাখা যায় বাংলাকে, তাদের গালে গণতন্ত্রের থাপ্পড় আজকের রায়।” গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তাঁর দাবি, “বাংলা থেকে নেয় ওরা, কিন্তু ওরা মেটায়না বকেয়া। এবার তারা হেরেছে মানুষের ভোটেও, হেরেছে সুপ্রিম কোর্টেও।”






