Uttar Pradesh: ২২ জন যাত্রী নিয়ে নদীতে উল্টে গেল নৌকা! উত্তরপ্রদেশের লখিমপুরে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ৫ শিশু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২২ জন গ্রামবাসী খৈরতিয়া গ্রামের বাসিন্দা। তাঁরা নৌকাযোগে ভরতপুরের দিকে যাচ্ছিলেন।
 
						Truth of Bengal: উত্তরপ্রদেশে ভয়াবহ নৌকাডুবির ঘটনা। ২২ জন যাত্রী নিয়ে নদীতে উল্টে গেল একটি নৌকা। ঘটনাটি ঘটেছে লখিমপুর জেলার খৈরতিয়া গ্রাম সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন ডুবে যান, যার মধ্যে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ আটজন, তাঁদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২২ জন গ্রামবাসী খৈরতিয়া গ্রামের বাসিন্দা। তাঁরা নৌকাযোগে ভরতপুরের দিকে যাচ্ছিলেন। নদীর প্রবল স্রোতে আচমকাই ভারসাম্য হারায় নৌকাটি এবং পারের কাছেই উল্টে যায় (Uttar Pradesh)।
স্থানীয়দের দাবি, স্রোতের সঙ্গে সঙ্গে নদীর ধার ঘেঁষে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খায় নৌকাটি, তারপরই সেটি কাত হয়ে উলটে যায়। বাহরাইচের পুলিশ সুপার আর. এন. সিং জানিয়েছেন, নৌকায় মোট ২২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন, এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে এবং আটজন এখনও নিখোঁজ। উদ্ধার অভিযান চলছে।জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই নৌসেনা, দমকল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।ভরতপুর গ্রামটি বাহরাইচ জেলা সদর থেকে প্রায় ১২২ কিলোমিটার দূরে অবস্থিত। গেরুয়া ও কাউদিয়ালা নদীর মাঝখানে ঘন জঙ্গলের মধ্যে থাকা এই প্রত্যন্ত গ্রামটি ১৮৩৪ সাল থেকেই রাজস্ব গ্রাম হিসেবে নথিভুক্ত (Uttar Pradesh)।
কিন্তু সেখানে পৌঁছনো অত্যন্ত কঠিন। কাতারনিয়াঘাট বন্যপ্রাণ অভয়ারণ্য পেরিয়ে নৌকায় নদী পার হয়ে তারপর কয়েক কিলোমিটার হেঁটে তবেই পৌঁছনো যায়। ফলে দুর্ঘটনার পর উদ্ধার অভিযানেও সময় লাগছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্তারা।অমবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইকরার জানিয়েছেন, ভরতপুর গ্রাম থেকে অমবা পঞ্চায়েতের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। গ্রামের মানুষজনকে প্রায় ছ’কিলোমিটার ঘন জঙ্গল পেরিয়ে যাতায়াত করতে হয়, যেখানে বন্যপ্রাণীর উপদ্রবও নিত্যদিনের সমস্যা। এই কঠিন ভৌগোলিক পরিস্থিতির কারণেই সরকারি পরিষেবা পৌঁছনোও অত্যন্ত দুষ্কর। দুর্ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকার্য অব্যাহত থাকলেও নদীর প্রবল স্রোতের কারণে তা আরও জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন বাহরাইচ প্রশাসনের এক আধিকারিক (Uttar Pradesh)।
 
				





