বিনোদন

মুক্তির পরদিন থেকেই ঝিমিয়ে পড়ল ‘থামা’

ছবির নাম মোটেই ‘ঠাম্মা’ নয়, ম্যাডক ফিল্মসেরনতুন ফিল্ম ‘থামা’ মুক্তি পেয়েছিল এবার দীপাবলিতে। শুরুটা ভাল হলেও বক্স অফিসে ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না ‘থামা’।

Truth Of Bengal: সম্প্রতি একটা ‘মিম’ খুব জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ একজন প্রশ্ন করছে –‘বাবার মাকে কী বলে ডাকো’? অথবা ‘ঠাকুরদার বউকে কী বলা হয়’? উত্তরে একটি বলিউডি ফিল্মের পোস্টার! তবে ছবির নাম মোটেই ‘ঠাম্মা’ নয়, ম্যাডক ফিল্মসেরনতুন ফিল্ম ‘থামা’ মুক্তি পেয়েছিল এবার দীপাবলিতে। শুরুটা ভাল হলেও বক্স অফিসে ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না ‘থামা’।

বলিউডি ছবি মুক্তির ক্ষেত্রে দিওয়ালি একটা খুব জনপ্রিয় মরসুম। ক্রিসমাস বা বর্ষবরণের সময়ের মতোই এই সময়েও উৎসবমুখী দর্শক ছবির টানে প্রেক্ষাগৃহে যায় বলে ধারণা ফিল্ম-বোদ্ধাদের। তাই ম্যাডক ফিল্মসের ভুতুড়ে ব্রহ্মাণ্ডে নয়া সংযোজন‘থামা’। ভূত আর মানুষের সহাবস্থানের গল্প রয়েছে এই ছবিতে।আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্ধানা স্টারার এই ফিল্ম মুক্তির দিনে বক্স অফিসে দারুণ কালেকশন দিয়েছে। ওপেনিং কালেকশনেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ‘সাইয়ারা’ ফিল্মের রেকর্ডও। কিন্তু তার পর থেকেইহুড়মুড়িয়ে নেমেছে আয়।

সর্বভারতীয় সার্কিটে ২১ অক্টোবর মুক্তি পেয়েছে ‘থামা’। রিলিজের দিন বক্স অফিস কালেকশন ছিল ২৪ কোটি। তবে প্রথম দিন ছক্কা হাঁকালেও দ্বিতীয় দিনে ২২.৫০ শতাংশ কমে যায় ব্যবসা। বুধবার ১৮.৬ কোটি টাকা, তৃতীয় দিনবৃহস্পতিবার ১৩ কোটির ব্যবসা করেছে ছবিটি। আর চতুর্থ দিনশুক্রবার আরও নিম্নগামী ‘থামা’র বক্স অফিস অঙ্ক। মোটে ৯.৫৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে ম্যাডক ফিল্মসের বহু প্রতীক্ষিত হরর কমেডি। সবমিলিয়ে মুক্তির প্রথম চার দিনে জাতীয় স্তরে ‘থামা’-র আয় মাত্র ৬৫.১৫ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী ৯৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই সিনেমা। এবার কতদিনের মধ্যে একশো কোটির ক্লাবে ঢুকতে পারে ‘থামা’, সেদিকেই তাকিয়ে নির্মাতা-নির্দেশকরা।

Related Articles