সীতাপুরে আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানি, ভাইরাল ভিডিয়ো
Sitapur tribal girl molested, viral video

Truth Of Bengal : আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ ঠিক সেই সময় প্রকাশ্যে এল আরেক চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি উত্তরপ্রদেশের সীতাপুরের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কি ছিল সেই ভিডিওতে?
SHOCKING NEWS 🚨 70 year old Mohd Anwar indecently pressed the private parts of a minor tribal girl in UP’s Sitapur.
She had come to his shop to buy household goods on Tuesday afternoon. The video is viral.
Everyone is STUNNED !!
Yogi Adityanath’s UP Police has nabbed Anwar… pic.twitter.com/hl9p5Cfnq4
— Times Algebra (@TimesAlgebraIND) September 4, 2024
উত্তরপ্রদেশের সীতাপুরের মোহাম্মদ আনোয়ার নামে এক ব্যক্তি বসবাস করেন। তার বয়স ৭০ বছর। তার একটি গৃহস্থালির জিনিসপত্রর দোকান রয়েছে। সেই দোকান চালিয়ে সংসার চলে বৃদ্ধর। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে আনোয়ারের দোকানে এক আদিবাসী নাবালিকা গৃহস্থালি জিনিসপত্র কিনতে আসে। তখনই ওই নাবালিকার সাথে অশালীন আচরণ করেন আনোয়ার। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ঘটনাটি ঘটেছে ৩ সেপ্টেম্বর। এই ঘটনায় ইতিমধ্যেই আনোয়ার খানকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। নাবালিকার সাথে অশালীন আচরণ করার কারণে আনোয়ার এর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় কয়েকটি হেল্পলাইন নাম্বার সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হয়েছে।
SHOCKING: A 70 year old man Md Anwar is caught sexuaIIy harassing a minor tribal girl. It’s revealed that he used to do it with almost all minor girls.
UP Police have arrested him…. pic.twitter.com/1Gfb1wktsn
— Lakshay Mehta (@lakshaymehta31) September 4, 2024
মহিলা ও শিশু হেল্পলাইন নম্বর :
চাইল্ড লাইন ইন্ডিয়া- ১০৯৪, নিখোঁজ শিশু ও মহিলা- ১০৯৪, মহিলাদের হেল্পলাইন- ১৮১, মহিলা হেল্পলাইন জাতীয় কমিশন- ১১২, সহিংসতার বিরুদ্ধে ন্যাশনাল কমিশন ফর উইমেন হেল্পলাইন- ৭৮২৭ ১৭০ ১৭০, পুলিশ মহিলা এবং সিনিয়র সিটিজেন হেল্পলাইন- ১০৯১/১২৯১