বিনোদন
Trending

কালো জাদুর দুনিয়ায় স্বাগত, খুন, আত্মহত্যা নাকি অন্য কিছু? দেখুন Gaanth এর ট্রেলারের ঝলক

Gaanth, Chapter 1 Trailer

The Truth Of Bengal: মৃত্যু, ঠিক কত রকমভাবে হতে পারে সেই ধারণা করা হয়তো সম্ভব নয়। কারণ স্বাভাবিক মৃত্যু থেকে খুন, আত্মহত্যার বাইরেও একটা দুনিয়া আছে। যেখানে আপনার আমার মত সাধারন মানুষের চোখ কিছুই দেখতে পায় না। কিন্তু সেই দুনিয়ায় অন্ধকারের মাঝেও ঘটে অনেক কিছু। অন্তত ট্রেলারের গল্প তো তেমনই বলছে। এবার সেই অন্ধকার দুনিয়ায় কি ঘটছে তার খোঁজ নিতে আসছেন পুলিশ ইন্সপেক্টর গাদার সিং। তাহলে চলুন দেখে নেওয়া যাক ট্রেলারটির কিছু ঝলক

হঠাৎই দিল্লি শহর জুড়ে গণ আত্মহত্যা। কিন্তু কেন? কি হচ্ছে গোটা শহরে? আর এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে মিডিয়া থেকে পুলিশ। সকলের মনে হতে শুরু করে এই ঘটনাগুলি সবটাই খালি চোখে যা দেখা যাচ্ছে সেটা নয়, তবে প্রশ্ন উঠছে তাহলে কী? তবে কী কালো জাদু? এই পরিস্থিতিতে এই ঘটনার ইনচার্জ হিসেবে তদন্ত করতে মাঠে নামেন ৪০ বছর বয়সি পুলিশ ইন্সপেক্টর গাদার সিং। যার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মানব ভিজ। তদন্তে নামার পর থেকেই তিনি বুঝতে পারেন যে এখানে এমন কিছু হচ্ছে যা সাধারনের বোঝার বাইরে।

এর পরেই আসে এমন এক চরিত্র যে খুবই অস্বাভাবিক। এমন একজন ডাক্তার যে এমন অনেক কিছুই দেখতে পান যা ধরা পরে না সাধারনের চোখে। সে নিজেও ছুটে চলেছে অজানার দিকে। কিন্তু একের পর এক মৃত্যু যেন জন্ম দিচ্ছিল বহু প্রশ্নের। খুন? আত্মহত্যা? নাকি অন্য কিছু! কোন দিকে এগোচ্ছে ঘটনা? এই গল্পের প্রতিটা পরতে যেন এক একটা রহস্য। প্রতিটা গিট খুলছে একটা অজানা অন্ধকারের দিকে। আগামী ১১ জুন মুক্তি পাবে এই সিরিজটি। এবার শুধু এটাই দেখার চেয়ে এই ডার্ক এন্ড টুইস্টেড গল্প ঠিক কতটা মানুষের মন জয় করতে পারে।

Related Articles