মসনদের লড়াইরাজ্যের খবর

Lok Shobha Election 2024 : ধুমধুমার ঘটনা হুগলির ঘড়ির মোড়ে,কেউ অবস্থানে বসলো কেউ মিছিল নিয়ে এগল

Lok Shobha Election 2024 : Dhoom Dhuma incident at Hooghly Clock Tower, some people took a position and some went ahead with the procession

Bangla Jago Desk : লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে । আর এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠল হুগলির ঘড়ির মোড় । মঙ্গলবার লকেট চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার জন্য চুঁচুড়া স্টেশন থেকে শোভাযাত্রা করে ঘড়ির মোড়ের দিকে এগোতে থাকেন। অন্যদিকে এখন বাজার থেকে ঘড়ির মোড়ের দিকে এগিয়ে যায় বাম ও কংগ্রেসের মিছিল।  এই দুই মিছিল মুখমুখি হতেই সংঘর্ষ বাধে ।  এই সংঘর্ষের ফলে সাময়িক যান  চলাচলও বিঘ্ন হয় ।

সূত্রের খবর মঙ্গলবার  হুগলি শ্রীরামপুর ও আরামবাগের তিন বাম প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার কথা।দুই মিছিল মুখোমুখি হতেই স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়।বিজেপি কর্মীরা ঘড়ির মোড়ে বসে রাস্তা অবরোধ শুরু করে।

চন্দননগর পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।বামেদের অভিযোগ নির্ধারিত সময়ের অনেক পরে বিজেপি মিছিল ঘড়ির মোড়ে পৌঁছায়।বাম কংগ্রেস জোট  মিছিল নির্দিষ্ট সময়ে রওনা হয়।ঘড়ির মোড়ে আসতেই বিজেপি কর্মীদের সঙ্গে মুখোমুখি হয়ে যায়।বাম কংগ্রেসের মিছিলকে একদিকে দাঁড় করিয়ে দেয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনি ।

Related Articles