ঘর ঘর মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায়, বিজেপির মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি মমতার
Mamata's warning to BJP

The Truth of Bengal: বিজেপি বাংলায় ভোটের আগে আসে।আসলে বিজেপি নেতারা ভোটপাখি।মিথ্যাবাদীদের দল।ফুলবাড়ির সভায় দাঁড়িয়ে সেই গেরুয়া শিবিরকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।এরমধ্যে বিজেপি তৃণমূল নেতাদের বদনাম করার জন্য চোর চোর স্লোগান তুলছে বলে সরব হন তিনি।
শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভায় মমতার প্রশ্ন, বাংলার নেতারা যদি চোর হন,তাহলে আপনারা কী ডাকাত ? এবিষয়ে বিজেপির মুখোশ খুলে দেওয়ার জন্য তৃণমূল কর্মীদের প্রচারে নামার নির্দেশও দেন।তিনি প্রচারের সুরও বেঁধে দেন। তৃণমূলের নতুন স্লোগান হবে, ঘর ঘর মে শোর হ্যায় বিজেপি চোর হ্যায়।
বিজেপি নেতারা ভোট কেনার জন্য টাকা দিতে চাইছেন বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাই টাকা দিলেও কেউ যাতে না নেন সেজন্য সাধারণ মানুষের কাছেও আহ্বানও জানিয়েছেন বিজেপি বিরোধী শিবিরের মুখ। বদনাম আর বাংলার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে লাগাতার প্রচারে নামার জন্য তৃণমূল স্তরের নেতা –কর্মীদের খোলামেলা আহ্বান জানান