শিক্ষা

দেশের সমস্ত পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা খড়গপুর আইআইটির

Big announcement of IIT Kharagpur for all the students of the country

The Truth Of Bengal, Mou Basu: ৩ জনের মধ্যে একজন ভারতীয় আজ প্রি-হাইপারটেশনে ভুগছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সাম্প্রতিক একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ৩৩%-এর বেশি ভারতীয় প্রি বা প্রাক হাইপারটেনশনে ভুগছেন বলে জানা গেছে আইসিএমআরের সমীক্ষায়।

আইসিএমআরের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চের একদল গবেষক ১৮-৫৪ বছর বয়সি ৭,৪৩,০৬৭ জনের ওপর গবেষণা চালান। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্যের ভিত্তিতে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্র শাসিত অঞ্চলের ৭০৭ জেলায় গবেষণা চালানো হয়। ১৮ মার্চ International Journal of Public Health জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র। গবেষণায় দেখা গেছে ধনী পরিবারের সদস্য ও স্থুলকায় ব্যক্তিরা হাইপারটেনশনে ভুগছেন। দক্ষিণ ভারতে গড়ে ৩০.২% আর উত্তর ভারতে গড়ে ৩৯.৪% মানুষ হাইপারটেনশনে ভুগছেন।

Related Articles