হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুরনিগম,
Siliguri Purnigam demolishes illegal construction on order of High Court,

The Truth Of Bengal: হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির প্রধাননগরের নিবেদিতা রোডে ২২টি অবৈধ নির্মাণ ভাঙাল শিলিগুড়ি পুরনিগম। এই অবৈধ নির্মান গুলির মধ্যে যেমন প্রচুর বাড়ি রয়েছে পাশাপাশি বেশকিছু দোকানপাট, রেস্তোরাঁ ও ক্যাফেও রয়েছে।
হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির প্রধাননগরের নিবেদিতা রোডে অবৈধ নির্মান ভাঙাল শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার প্রায় ২২টি অবৈধ নির্মান ভেঙে দিল পুরনিগম। ভাঙা হয়েছে দোকানপাট, রেস্তোরাঁ ও ক্যাফেও।
জানা গিয়েছে রাস্তার ওপর অবৈধভাবে বেশকিছু নির্মান ছিল যা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই অবৈধ নির্মানগুলি ভাঙার নির্দেশ দেয় আদালত।এরপর এদিন প্রধানগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অবৈধ নির্মান গুলি ভাঙার কাজ শুরু হয়। এই অবৈধ নির্মান গুলির মধ্যে যেমন প্রচুর বাড়ি রয়েছে পাশাপাশি বেশকিছু দোকানপাট, রেস্তোরাঁ ও ক্যাফেও রয়েছে।
Free Access